ঢাকা | সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

বিশ্রামে কোচিং স্টাফ, কোচের দায়িত্বে লক্ষ্মণ

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১৪ আগস্ট ২০২২ ০৪:৩১

ভিভিএস লক্ষ্মণ৷ ছবি বিসিসিআই ভিভিএস লক্ষ্মণ৷ ছবি বিসিসিআই

নট আউট ডেস্ক: ক্রিকেটারদের মানসিক স্বাস্থ্য ঠিক রাখতে ভারতীয় ক্রিকেট বোর্ড বিশ্রাম দিয়ে ম্যাচ খেলাচ্ছে খেলোয়াড়দের৷ এবার বিশ্রাম দেওয়া হয়েছে দলের কোচিং স্টাফদের৷ ফলে জিম্বাবুয়ে সিরিজে রাহুল দ্রাবিড়ের পরিবর্তে হেড কোচের দায়িত্বে থাকছেন ভিভিএস লক্ষ্মণ।

চলতি মাসের ১৮ তারিখে স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডে খেলবে ভারতীয় ক্রিকেট দল৷ যেখানে দলকে নেতৃত্ব দিবেন লোকেশ রাহুল৷ সিরিজের বাকি দুই ম্যাচ ২০ ও ২২ অগাস্ট৷

এশিয়া কাপের আগে জিম্বাবুয়ে সিরিজে বিশ্রামে রাখা হয়েছে নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা, বিরাট কোহলি, রিশাভ পান্ত, হার্দিক পান্ডিয়া, জাসপ্রিত বুমরাহ ও রবীন্দ্র জাদেজাকে৷ যদিও চোটে এশিয়া কাপ থেকেই ছিটকে গেছেন বুমরাহ৷

হারারের উদ্দেশে শনিবার সকালে দেশ ছেড়েছে ভারত দল। স্কোয়াডে থাকলেও এই সফরে খেলার সম্ভাবনা ক্ষীণ ওয়াশিংটন সুন্দরের। ইংল্যান্ডে কাউন্টি খেলার সময় এই স্পিনিং অলরাউন্ডার কাঁধে চোট পেয়েছেন।

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷