ঢাকা | রবিবার, ১৯ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

কিউইদের রান পাহাড়ে চাপা পড়ে সিরিজ হার উইন্ডিজের

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১৩ আগস্ট ২০২২ ২৩:০৭

দুর্দান্ত জয় তুলে নেয় নিউজিল্যান্ড৷ ছবি: টুইটার দুর্দান্ত জয় তুলে নেয় নিউজিল্যান্ড৷ ছবি: টুইটার

নট আউট ডেস্কঃ ক'দিন আগেই ভারতের কাছে ৪-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ হেরেছিল উইন্ডিজ। এবার নিউজিল্যান্ডের কাছেও এক ম্যাচ হাতে রেখেই সিরিজ খুইয়েছে নিকোলাস পুরানের দল। জ্যামাইকাতে ব্যাটারদের রান উৎসবের পর, বল হাতেও কিউই বোলাররা ছিল দাপুটে। তাতেই ৯০ রানের বিশাল জয় পেয়েছে কিউইরা।

জ্যামাইকাতে এদিন আগে ব্যাট করে, গ্লেন ফিলিপসের বিধ্বংসী ইনিংসে ২১৫ রানের পাহাড় গড়ে নিউজিল্যান্ড। জবাবে স্যান্টনার, ব্রেসওয়েলদের দাপুটে বোলিংয়ে ১২৫ রানে থামে ক্যারিবীয়দের ইনিংস। ৯০ রানের জয়ে এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করলো কিউইরা।

এদিন কিউইদের দেওয়া ২১৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই বিপাকে পড়ে ক্যারিবীয়রা। মিচেল স্যান্টনারের শিকার হয়ে এক ওভারেই ফিরেন দুই ওপেনার শামরাহ ব্রুকস ও কাইল মায়ার্স। এরপর জোড়া আঘাত হানেন ব্রেসওয়েলও৷ তাতেই ম্যাচ থেকে ছিটকে যায় ক্যারিবীয়রা৷ এক পর্যায়ে ৪০ রানের মধ্যে ৬ উইকেট হারিয় বড় হারের শঙ্কায় পড়ে স্বাগতিকরা।

এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারায় তারা৷ মাঝে রভম্যান পাওয়েল-রোমারিও শেইফার্ডদের ছোট ছোট সংগ্রহে দলীয় একশ পার করে উইন্ডিজ। শেষে ইনিংস সর্বোচ্চ ওবেদ ম্যাককয় খেলেন অপরাজিত ২৩ রানের ইনিংস। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ক্যারিবীয়রা তুলতে পারে ১২৫ রান। কিউইদের পক্ষে তিনটি করে উইকেট নেন মিচেল স্যান্টনার ও ব্রেসওয়েল।

এর আগে টস জিতে ব্যাট করে, নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২১৫ রানের পাহাড়সম সংগ্রহ গড়ে। ৪ চার ও ৬ ছক্কায় ৪১ বলে ৭৬ রানের ঝড়ো ইনিংস খেলেন গ্লেন ফিলিপস। ২ চার ও ৪ ছক্কায় ২০ বলে ৪৮ রান করেন ড্যারিল মিচেল। দুই ওপেনার কনওয়ে ৪২ ও গাপটিল করেন ২০ রান। ক্যারিবীয়দের পক্ষে তিনটি উইকেট নেন ওবেদ ম্যাককয়।

 

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷