ঢাকা | শুক্রবার, ১৭ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১

হেসেখেলে আফগানদের হারাল আয়ারল্যান্ড

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১২ আগস্ট ২০২২ ১০:৪৪

২-০ ব্যবধানে এগিয়ে গেল আয়ারল্যান্ড। ছবি: টুইটার ২-০ ব্যবধানে এগিয়ে গেল আয়ারল্যান্ড। ছবি: টুইটার

নট আউট ডেস্কঃ সব ফরম্যাট মিলে টানা ১১ হারের পর, অবশেষে জয়ের দেখা পেয়েছিল আয়ারল্যান্ড। পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটায় শেষ ওভারে গিয়ে আফগানদের হারিয়ে জয় পায় আইরিশরা। এবার সেই জয়ের মোমেন্টাম ধরে রেখেছে স্বাগতিকরা। সিরিজের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানকে হেসে খেলেই হারিয়েছে অ্যান্ড্রু বার্লবার্নির দল। ফলে পাঁচ ম্যাচ সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকরা 

বেলফাস্টে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে আগে ব্যাট করে আইরিশ বোলারদের দাপটে মাত্র ১২২ রানেই শেষ হয়ে আফগানিস্তানের ইনিংস। জবাবে বার্লবার্নির ৪৬-এর পর লরকানের ২৭। শেষে ডকরেলের আনবিটেন ২৫ রানে ভর করে ৫ উইকেট হাতে রেখেই তা টপকে যায় আইরিশরা।

আফগানদের দেওয়া ১২৩ রানের জবাবে, শুরুতেই ওপেনার পল স্টার্লিংয়ের উইকেট হারায় আয়ারল্যান্ড। এরপর দলের হাল ধরেন অধিনায়ক অ্যান্ড্রু বার্লবার্নি ও লরকান ট্রুকার৷ দ্বিতীয় উইকেট জুটিতে এই দু'জন গড়েন অবিচ্ছিন্ন পঞ্চাশোর্ধ রানের জোট। তাতেই জয়টা সহজ হয়ে যায় আয়ারল্যান্ডের জন্য। দুর্দান্ত ব্যাট করা আইরিশ অধিনায়ক ইনিংস সর্বোচ্চ ৩৬ বলে ৪৬ রানের বিদায়ের পর, স্বাগতিক শিবিরে জোড়া আঘাত হানেন মোহাম্মদ নাবী।

এক ওভারেই ফেরান ২৭ রান করা ট্রুকার ও ৫ রান করা হ্যারি টেক্টরকে। দ্রুত তিন উইকেট হারিয়ে খানিকটা চাপে পড়ে আয়ারল্যান্ড। তবে সেই চাপ সামাল দেন ডকরেল। মাঝে কার্টিস ক্যাম্পায়ারকে তুলে আফগানদের ম্যাচে ফেরানোর চেষ্টা করেন ফারুকী। তবে ডেলাইনিকে নিয়ে এক ওভার হাতে রেখেই দলকে লক্ষ্যে পৌঁছে দেন দেন ডকরেল। ১৯ বলে অপরাজিত ২৫ রানের ইনিংস খেলেন ডকরেল। আফগানিস্তানের পক্ষে ২ উইকেট নেন নাবী।

এর আগে টস জিতে ব্যাট করে, নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২২ রানের স্বল্প পুঁজি পায় আফগানিস্তান। দলের পক্ষে সর্বোচ্চ ৩৬ রান আসে হাশমতউল্লাহ শাহিদির ব্যাট থেকে। এছাড়া ইব্রাহিম জাদরান করেন ১৭ রান। আয়ারল্যান্ডের পক্ষে ২টি করে উইকেট নেন জশুয়া লিটিল, মার্ক অ্যাডিয়ার, কার্টিস ক্যাম্পায়ার ও ডেলাইনি।

 

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷