ঢাকা | শনিবার, ১৮ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

এজবাস্টনে বর্ণবাদী আচরণের অভিযোগ ভারতীয়দের!

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৫ জুলাই ২০২২ ২৩:২৮

এজবাস্টনে বর্ণবাদী আচরণের অভিযোগ৷ ছবি সংগৃহীত এজবাস্টনে বর্ণবাদী আচরণের অভিযোগ৷ ছবি সংগৃহীত

নট আউট ডেস্ক: কথায় আছে ক্রিকেট ভদ্র লোকের খেলা৷ বাস্তবিক অর্থে কথাতে সামান্যতম ভুল নেই৷ এই খেলার প্রাণ যারা অর্থাৎ মাঠ কিংবা মাঠের বাইরে থাকা দর্শক তারা মাঝে মধ্যে করে ভুল৷ যেমনটি এজবাস্টনে ইংল্যান্ড ও ভারতের পঞ্চম টেস্টের চতুর্থ দিন ইংরেজ সমর্থকদের বিরুদ্ধে বর্ণবাদমূলক আচরণের অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে বলে ওয়ারউইকশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাব জানিয়েছে।

ভারতের বেশ কিছ সমর্থক টুইটারে জানিয়েছে, সোমবার বার্মিংহ্যামের ভেন্যুতে অন্য দর্শকরা তাদের উদ্দেশ্য করে বর্ণবাদমূলক মন্তব্য করেছে। এক ভারতীয় সমর্থক জানান, ভারতীয় ভক্তদের উদ্দেশ্য করে অভব্য আচরণ করেন ইংরেজ সমর্থকরা। নিরাপত্তাকর্মীদের এনিয়ে অন্তত ১০ বার অভিযোগ করলেও সাড়া মেলেনি।


ভারতীয় সমর্থকদের সেই অভিযোগের পর ইয়র্কশায়ারের প্রাক্তন ক্রিকেটার আজিম রফিক লেখেন, ‘এটা পড়ে অত্যন্ত হতাশ হয়েছি।’ সেই টুইটের সঙ্গে একটি লিঙ্কও জুড়ে দেন। কীভাবে 'বর্ণবিদ্বেষের' শিকার হয়েছেন ভারতীয় সমর্থকরা, সেই সংক্রান্ত একাধিক টুইট রিটুইট করেন। ভারতীয় সমর্থকদের অভিজ্ঞতার টুইটও রিটুইট করেন তিনি।

রফিকের টুইটের প্রেক্ষিতে এজবাস্টনের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে বলা হয়, 'এটা পড়ে আমরা অত্যন্ত দুঃখিত। কোনওভাবেই আমরা এরকম আচরণ সহ্য করি না। আমরা যত দ্রুত সম্ভব, এই ঘটনার তদন্ত করবো।'

পরে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড এক বিবৃতি দেয়, ‘নিরাপদ ও সুরক্ষিত পরিবেশ তৈরির জন্য কঠোর পরিশ্রম করে যাচ্ছে এজবাস্টন।’ সঙ্গে ইংল্যান্ড বোর্ডের পক্ষে বলা হয়, ‘আজ টেস্ট ম্যাচে বর্ণবিদ্বেষের অভিযোগ শুনে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। আমরা এজবাস্টনের সহকর্মীদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছি। তারা বিষয়টি তদন্ত করে দেখবেন। ক্রিকেটে বর্ণবিদ্বেষের কোনও স্থান নেই৷

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷