ঢাকা | শনিবার, ১৮ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

নিউজিল্যান্ডের বিপক্ষে আয়ারল্যান্ডের দল ঘোষণা

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৫ জুলাই ২০২২ ১৭:৪৯

নিউজিল্যান্ড-আয়ারল্যান্ড সিরিজ৷ ছবি সংগৃহীত নিউজিল্যান্ড-আয়ারল্যান্ড সিরিজ৷ ছবি সংগৃহীত

নট আউট ডেস্ক: নিউজ্যান্ডের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে আয়ারল্যান্ড। সদ্য সমাপ্ত ভারতের বিপক্ষে সিরিজের স্কোয়াড থেকে কোনো পরিবর্তন করা হয়নি। সেই সিরিজের ১৪ জন ক্রিকেটারকেই রাখা হয়েছে কিউইদের বিপক্ষে সিরিজেও।

ভারতের বিপক্ষে সর্বশেষ সিরিজে দারুণ পারফরম্যান্সের করেছিল আইরিশরা। দলের বেশিরভাগ ক্রিকেটারই নির্বাচকদের প্রত্যাশা পূরণের চেষ্টা করেছেন। মূলত এ কারণেই আসন্ন সিরিজেও একই ক্রিকেটারদের উপর আস্থা রেখেছে টিম ম্যানেজমেন্ট।

ভারতের বিপক্ষে ২ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হলেও ক্রিকেটারদের পারফরম্যান্স যথেষ্ট ভালো ছিল। প্রতম টি-টোয়েন্টিতে বৃষ্টি বিঘ্নিত ১২ ওভারের ম্যাচে ৭ উইকেটে হেরেছিল আয়ারল্যান্ড। তবে দ্বিতীয় টি-টোয়েন্টিতে শেষ বল পর্যন্ত লড়াই করেছে আইরিশরা। এই ম্যাচে তারা হেরেছিল মাত্র ৪ রানের ব্যবধানে।


ক্রিকেট আয়ারল্যান্ডের নির্বাচকদের চেয়ারম্যান এ্যান্ড্রু হোয়াইট বলেন, 'স্বাভাবিকভাবেই, ভারতের বিপক্ষে ভালো পারফর্ম করা খেলোয়াড়দের উপর আস্থা রেখেছে নির্বাচকরা। গত সপ্তাহের দুর্দান্ত পারফরম্যান্স থেকে খেলোয়াড়দের আত্মবিশ্বাস নেয়া উচিত। আমরা আশা করি, তাদের পারফরম্যান্সে আরও বেশি ধারাবাহিকতা আসবে।

আগামী ১০ জুলাই শুরু হবে দুই দলের মাঠের লড়াই। শুরুতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে দুই দল। এরপর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে তারা। ১৮ জুলাই, ২০ জুলাই এবং ২২ জুলাই অনুষ্ঠিত হবে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ।

আয়ারল্যান্ড স্কোয়াড: অ্যান্ডু বালবার্নি, মার্ক অ্যাডায়ার, কুর্টিস ক্যাম্পার, গ্যারেথ ডেলানি, জর্জ ডকরেল, স্টিফেন দোহেনি, জশ লিটল, অ্যান্ড্রু ম্যাকব্রেইন, ব্যারি ম্যাকার্থি, কনর ওলফার্ট, পল স্টার্লিং, হ্যারি টেকটর, লোরকান টাকার, ক্রেইগ ইয়ং।

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷