ঢাকা | শনিবার, ১৮ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

ভুলে ভারতের কোচের চাকরি নিয়েছিলাম: শাস্ত্রী

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৪ জুলাই ২০২২ ২০:০৫

রবি শাস্ত্রী৷ ছবি সংগৃহীত রবি শাস্ত্রী৷ ছবি সংগৃহীত

নট আউট ডেস্ক: এশিয়ার প্রথম দল হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ জয়ের কীর্তি ভারতের৷ সেই কীর্তি অর্জনের পেছনে বড় ভূমিকা ছিল কোচ সাবেক কোচ রবি শাস্ত্রী৷ সেই সময়ে দলটির কোচের দায়িত্বে থাকা শাস্ত্রী ভুলে ভারতের চাকরি নিয়েছেন বলে মন্তব্য করেছেন৷

রবি শাস্ত্রীর সময়ে ভারত কোন বৈশ্বিক ট্রফি না জিতলেও দ্বিপাক্ষিক সিরিজে ছিল অনন্য৷ সফলতার প্রায় ষোলকলা পূর্ণ হয়েছিল দেশ ও দেশের বাইরে৷

শাস্ত্রী বলেন, ‘আমার থেকে দায়িত্ব নেয়ার জন্য রাহুলের থেকে যোগ্য ব্যক্তি আর কেউ ছিল না। ভুল করে কোচের চাকরি পেয়েছিলাম, সেটা আমি রাহুলকে বলেছিলাম। আমি ধারাভাষ্য কক্ষে ছিলাম। হঠাৎ আমাকে সেখানে যেতে হলো এবং আমি কাজটি করলাম।’

‘কিন্তু রাহুল এমন একজন যে একটা নির্দিষ্ট প্রক্রিয়ার মধ্যে দিয়ে এসেছে। সে কঠিন কাজ করেছে। সে অনূর্ধ্ব-১৯ দলের কোচ ছিল। তার পর জাতীয় দলের দায়িত্ব নিয়েছে। আমার মনে হয় দল সাড়া দিলে সে এটা উপভোগ করবে।’

ভারতের মতো দেশে ক্রিকেটের জনপ্রিয়তা সবচেয়ে ওপরে। এমন জায়গায় ক্রিকেট খেলা থেকে কোচিং, সবকিছুই করতে গিয়ে অনেক কিছুর খেয়াল রাখতে হয়। ভারতের মতো দেশে লুকানোর কিছু নেই বলে মনে করেন শাস্ত্রী। ভারতের সাবেক প্রধান কোচ জানান, ভারতে প্রতিদিন ১.৪ বিলিয়ন মানুষ আপনাকে কাঁটাছেঁড়া করে।

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷