ঢাকা | শনিবার, ১৮ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

লজ্জার আগে প্রাপ্তি

মশিউর রহমান শাওন
প্রকাশিত: ৩ জুলাই ২০২২ ২১:৫৪

স্টুয়ার্ড ব্রড৷ ছবি সংগৃহীত স্টুয়ার্ড ব্রড৷ ছবি সংগৃহীত

মশিউর রহমান শাওন: এজবাস্টন টেস্টে ঋষভ পন্ত, রবীন্দ্র জাদেজার লড়াই যেমন ছড়িয়েছে মুগ্ধতা ঠিক তেমনি কিংবা তার থেকেও বেশি আলোচনায় ইনিংসের ৮৪তম ওভার৷ যেখানে ভারতীয় নয়া কাপ্তান ব্যাট হাতে দেখিয়েছেন ঝলক, ভেঙেছেন উইন্ডিজ কিংবদন্তি ব্রায়ান লারার ২৮ রান নেওয়ার রেকর্ড৷ ক্রিকেটের রেকর্ড বুকে যখন বুমরাহ তখন লজ্জার সংগ্রহশালায় আরেকবার স্ট্রুয়ার্ড ব্রড৷ এক ওভারে ৩৫ রান খরচে চাপা পড়েছে এই বোলারের অনন্য এক কীর্তি৷ অথচ সেই ওভারের আগে নিজের করা ১৮ ওভারে দিয়েছিলেন ৫৪ রান৷

স্বীকৃত টেস্ট শুরুর পর এখন পর্যন্ত যে কয়েকজন বোলার ৫৫০ কিংবা এর বেশি উইকেট পেয়েছে তাদের মধ্যে একজন হলেন ব্রড৷ নির্দিষ্ট করে বললে এজবাস্টনে ভারত-ইংল্যান্ড মহারণ শুরুর আগে এই তালিকায় ৫ জন বোলার ছিল যাদের ক্যারিয়ারের রয়েছে এমন কীর্তি৷ গতকাল ইনিংসের ৮০ তম মোহাম্মদ শামির উইকেট নিয়ে নিজেকে সেই কাতারে ৬ষ্ঠ ক্রিকেটার হিসেবে যুক্ত করেছেন এই ডান হাতি ফাস্ট বোলার৷

শামিকে আউট হয়ে যখন মাঠ ছাড়ছিলেন তখন মাঠের বড় স্ক্রিনে যখন দেখানো হচ্ছিলো ব্রডের প্রাপ্তি৷ নামের পাশে বড় অক্ষরে লেখা ৫৫০ উইকেট তখন পুরো গ্যালারি জুড়ে চলেছিল করতালির ফোয়ারা৷ এরপর সব সুখ যেন হারিয়েছে গেল অল্প সময়ের ব্যবধানে৷ ব্রড চিন্তা করতে পারে এটি ছিল নিছক স্বপ্ন৷ তবে ক্রিকেট বলেই সব সম্ভব, ক্রিকেট যে বড্ড অনিশ্চয়তার৷

২০০৭ সালে সাদা পোষাকে অভিষেক হওয়া ব্রড এখন পর্যন্ত খেলেছেন ১৫৬ টেস্ট৷ ক্যারিয়ারে সেরা বোলিং ফিগার ১৫ রানে ৮ উইকেট৷ পাঁচ উইকেটে পেয়েছেন ১৯ বার, দশ উইকেট ৩ বার৷

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷