ঢাকা | শনিবার, ১৮ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

উইন্ডসর পার্ক : বহু কাজের মাঠ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩ জুলাই ২০২২ ১১:১৬

উইন্ডসর পার্ক৷ ছবি উইকিপিডিয়া উইন্ডসর পার্ক৷ ছবি উইকিপিডিয়া

নিজস্ব প্রতিবেদক: দেশের পতাকা বাইশ গজে প্রতিনিধিত্ব করা মানুষগুলো উত্তাল আটলান্টিক পাড়ি দিয়েছে জীবনের ঝূঁকি নিয়ে৷ এসব এখন পুরনো বটে৷ তবে অনেককিছুই পুরনো হবার নয়৷ তার মধ্যে হলো এই ভেন্যুর ইতিহাস ও সংস্কৃতি৷

উইন্ডসর পার্ক দ্বীপরাষ্ট্র ডোমিনিকার রোজোতে অবস্থিত একটি বহু-উদ্দেশ্যে ব্যবহৃত স্টেডিয়াম। এটি জাতীয় স্টেডিয়াম হিসেবে স্বীকৃত। অধিকাংশ ক্ষেত্রেই এ স্টেডিয়ামটি ক্রিকেট খেলায় ব্যবহার করা হয়। তবে ক্রিকেট ছাড়াও এখানে মিস ডোমিনিকা সুন্দরী প্রতিযোগিতার আয়োজন করা হয়। এছাড়া বিভিন্ন কনসার্ট ও ডোমিনিকার জাতীয় উৎসবগুলোও আয়োজন করা হয়৷

উইন্ডিজ সফরের প্রথম দুটি টি-টোয়েন্টি টিম টাইগাররা খেলবে দ্বীপরাষ্ট্র ডোমিনিকায়৷

বৃষ্টি বাঁধায় প্রথম ম্যাচে বারবার সময়ের পরিবর্তন আসলেও দ্বিতীয় ম্যাচে অবশ্য সুযোগ কম৷ দেশটি আবহাওয়ার অফিসের তথ্য মতে তাই বুঝানো হয়েছে৷ এই মাঠে প্রথম ও সর্বশেষ কুড়ি ওভারের ক্রিকেট হয়েছে ২০১৪ সালে৷ দুই ম্যাচের সিরিজে এক জয় উইন্ডিজের আরেকটি ছিল নিউজিল্যান্ডের৷ এরপর মাঝের সময়ে হয়নি কোন খেলা৷


ডোমিনিকার এই মাঠে প্রথম ম্যাচ খেলেছিল বাংলাদেশ ক্রিকেট দল৷ সেটা প্রায় ১৩ বছর আগে৷ ২০১০ সালে শেষ ওডিআই ম্যাচ হয়েছিল সেখানে৷ যেখানে উইন্ডিজের প্রতিপক্ষ ছিল দক্ষিণ আফ্রিকা৷ মোট চার ওয়ানডে ম্যাচ আয়োজিত হয়েছে এই ভেন্যুতে৷

ক্রিকেটের রঙিন পোষাকের চেয়ে সাদা পোষাকে এই মাঠে বেশি ম্যাচ হয়েছে৷ ২০১১ থেকে ২০১৭ সাল পর্যন্ত টেস্ট ম্যাচ হয়েছে পাঁচটি৷ সর্বশেষ টেস্টের পর আজকের আগে পর্যন্ত এই মাঠে হয়নি কোন আন্তর্জাতিক ম্যাচ৷

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷