ঢাকা | রবিবার, ১৯ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

গল টেস্টে করোনায় আক্রান্ত ম্যাথুজ, স্থলাভিষিক্ত হলেন ওশাডা ফার্নান্ডো

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১ জুলাই ২০২২ ২১:৫৪

অ্যাঞ্জেলো ম্যাথুস৷ ছবি সংগৃহীত অ্যাঞ্জেলো ম্যাথুস৷ ছবি সংগৃহীত

নট আউট ডেস্ক: করোনাভাইরাস পজিটিভ হওয়ায় অস্ট্রেলিয়ার বিপক্ষে গল টেস্ট থেকে সরে দাঁড়ালেন শ্রীলঙ্কার ব্যাটসম্যান অ্যাঞ্জেলো ম্যাথুজ।

প্রথম টেস্টের তৃতীয় দিনের খেলা শুরুর আগে বাদ পড়েন ম্যাথুজ। তার স্থলাভিষিক্ত হয়েছেন ওশাডা ফার্নান্ডো।


শ্রীলঙ্কা ক্রিকেট এক বিবৃতি দিয়ে জানায়, ‘অ্যাঞ্জেলো ম্যাথুজ কোভিড পজিটিভ হয়েছেন। গতকাল খেলোয়াড়দের র‌্যাপিড এন্টিজেন টেস্ট করার সময় তিনি পজিটিভ হন। পরীক্ষা শেষে তিনি অসুস্থবোধ করছিলেন। করোনা প্রটোকল অনুযায়ী পরে দলের বাকি সদস্যদের কাছ থেকে তাকে আইসোলেটেড করা হয়।’

অস্ট্রেলিয়ার চেয়ে ১০০ রানে পিছিয়ে পড়া শ্রীলঙ্কার জন্য অভিজ্ঞ এই ব্যাটসম্যানকে হারানো বড় ধাক্কা। প্রথম ইনিংসে ম্যাথুজ ৩৯ রানের দ্বিতীয় সেরা ইনিংস খেলেন।

শ্রীলঙ্কার ২১২ রানের জবাবে ৩২১ রানে শেষ হয় অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস। সফরকারীদের লিড ১০৯ রানের।

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷