ঢাকা | রবিবার, ১৯ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তিতে বাড়ল ক্রিকেটারের সংখ্যা

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১ জুলাই ২০২২ ০১:২০

পাকিস্তান ক্রিকেট দল৷ ছবি সংগৃহীত পাকিস্তান ক্রিকেট দল৷ ছবি সংগৃহীত

নট আউট ডেস্ক: আগামী এক বছর অর্থ্যাৎ ২০২২-২৩ মৌসুমে কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। গতবারের চেয়ে এবারে বেড়েছে সদস্য সংখ্যা৷ ক্রিকেটারদের সঙ্গে লাল এবং সাদা বলের ফরম্যাটে আলাদা আলাদা চুক্তি করছে পিসিবি।

এবারের কেন্দ্রীয় চুক্তিতে জায়গা হয়েছে মোট ৩৩ ক্রিকেটারের৷ গতবার যা ছিল ২০ জন৷ মোট পাঁচজন ক্রিকেটারকে লাল এবং সাদা বলের ক্রিকেটে রাখা হয়েছে।

তারা হলেন অধিনায়ক বাবর আজম, উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ান, ওপেনার ইমাম উল হক এবং দুই পেসার শাহিন শাহ আফ্রিদি ও হাসান আলী। মোট দশ জন ক্রিকেটারকে লাল বলের ক্রিকেটে রেখেছে পিসিবি।


লাল বলের 'এ' ক্যাটাগরিতে উন্নীত হয়েছেন আজহার আলী। আবদুল্লাহ শফিক, নাসিম শাহ চলে গেছেন 'সি ক্যাটাগরিতে। সাদা বলের ক্রিকেটে নতুন করে কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পেয়েছেন ১১ জন ক্রিকেটার।

ফখর জামান এবং শাদাব খান- দুজনই উন্নীত হয়েছেন 'এ' ক্যাটাগরিতে। হারিস রউফকে উন্নীত করা হয়েছেন 'বি' ক্যাটাগরিতে। আগের মতোই 'সি' ক্যাটাগরিতে আছেন মোহাম্মদ নাওয়াজ।

লাল বলের চুক্তি-

ক্যাটাগরি 'এ'- আজহার আলী।
ক্যাটাগরি 'বি'- ফাওয়াদ আলম।
ক্যাটাগরি 'সি'- আবদুল্লাহ শফিক, নাসিম শাহ ও নোমান আলী।
ক্যাটাগরি 'ডি'- আবিদ আলী, সরফরাজ আহমেদ, সাউদ শাকিল, শান মাসুদ ও ইয়াসির শাহ।

সাদা বলের চুক্তি-

ক্যাটাগরি 'এ'- ফখর জামান ও শাদাব খান।
ক্যাটাগরি 'বি'- হারিস রউফ।
ক্যাটাগরি 'সি'- মোহাম্মদ নাওয়াজ।
ক্যাটাগরি 'ডি'- আসিফ আলী, হায়দার আলী, খুশদিল শাহ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, শাহনাওয়াজ দাহানি, উসমান কাদির ও জহিদ মেহমুদ।

ইমার্জিং চুক্তি- আলী উসমান, হাসিবুল্লাহ, কামরান ঘুলাম, মোহাম্মদ হারিস, মোহাম্মদ হুরাইরা, কাসিম আকরাম ও সালমান আলী আঘা।

তিন ফরম্যাটে থাকা পাঁচ ক্রিকেটার- বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, ইমাম উল হক, শাহিন শাহ আফ্রিদি ও হাসান আলী।

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷