ঢাকা | রবিবার, ১৯ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

নেতৃত্বের চিন্তা না করা ক্রিকেটারটিই এখন অধিনায়ক!

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২১ জুন ২০২২ ১৮:১৭

বেন স্টোকস৷ ছবি সংগৃহীত বেন স্টোকস৷ ছবি সংগৃহীত

নট আউট ডেস্ক: জো রুটের পদত্যাগের পর ইংল্যান্ড টেস্ট ক্রিকেট দলের ৮১তম অধিনায়ক হিসেবে দায়িত্ব পায় বেন স্টোকস৷ নেতৃত্বের প্রথম সিরিজে করেছেন বাজিমাত৷ এক ম্যাচ হাতে রেখে নিশ্চিত করেছেন সিরিজের ট্রফি৷ তবে নেতৃত্ব নিয়ে কখন মাথায় চিন্তা আসেনি বলে জানান এই অলরাউন্ডার৷

গতবছরকে ইংল্যান্ড ক্রিকেট কালো মেঘে আচ্ছন্ন হয়েছিল৷ টেস্টে মোটে জয় ছিল মাত্র চারটি৷ অ্যাশেজের পর উইন্ডিজ সিরিজেও ছিল হারের লজ্জা৷ সবকিছু মিলে ভালো দিন যায়নি দলটির৷

গত বছর টেস্টে মাত্র ৪টি জয় ছিল ইংল্যান্ডের। এ বছর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টেস্ট সিরিজ হারে ইংলিশরা। এরপর নিজ থেকেই অধিনায়কত্ব ছেড়ে দেন জো রুট। তার জায়গায় অধিনায়ক স্টোকস।

স্টোকসে নেতৃত্বে জয়ের ধারায় ফিরে ইংল্যান্ড। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই টেস্টে দারুন জয় নিয়ে সিরিজ দখল করে। যেখানে ব্যাটার-বোলারদের সাথে স্টোকসের অধিনায়কত্বের মুন্সিয়ানা ছিল ব্যাপক।

বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে স্টোকস বলেছেন, 'না, এমনকি আমার দ্বিতীয় চিন্তাতেও এটি ছিল না। আমি সম্ভবত ওই বয়সে শুধুই ভাবতাম, পরেরদিন আমি কী করব। আমি মনে করি, ক্রিকেট সবসময়ই ভক্তদের ধরে রাখারা জন্য সবচেয়ে সহজলভ্য খেলাগুলির মধ্যে একটি। যা ভক্তরা নিজেদের টিভি স্ক্রিনে দেখতে পারে। খেলোয়াড় হিসেবে, আমার সেখানে থাকা এবং খেলার চেয়ে বড় দায়িত্ব পেয়েছি।'

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷