ঢাকা | শনিবার, ১৮ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

সমতায় শেষ আফ্রিকা-ভারত সিরিজ

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২০ জুন ২০২২ ১৯:২১

ভারত ও দক্ষিণ আফ্রিকা৷ ছবি সংগ্রহীত ভারত ও দক্ষিণ আফ্রিকা৷ ছবি সংগ্রহীত

নট আউট ডেস্ক: নিয়মিত সদস্যদের বিশ্রাম, লোকেশ রাহুলের ইনজুরি অতপর টানা দুই ম্যাচ পরাজয়৷ ভারতীয় ক্রিকেট দলের বিপক্ষে প্রথম দুই ম্যাচে জয় আসলেও পরের দুই ম্যাচে হারতে হয়েছে সফরকারীদের৷ ফলে পঞ্চম এবং শেষ ম্যাচটি পরিণত হয় সিরিজ নির্ধারণী ম্যাচ হিসেবে। এক কথায় যেন ফাইনাল।

সেই ম্যাচটিই রবিবার বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা। সময়মত টসও হয়েছিল। টস জিতে ভারতকে ব্যাট করতেও পাঠিয়েছিল দক্ষিণ আফ্রিকান অধিনায়ক কেশভ মাহারাজ। এমনকি ম্যাচটা মাঠেও গড়িয়েছিল।

কিন্তু ৩.৩ ওভার খেলা হওয়ার পরই নামে বৃষ্টি। ততক্ষণে দুই ওপেনার ইশান কিশান এবং রুতুরাজ গায়কোয়াড়ের উইকেট হারিয়ে বসে স্বাগতিক ভারত। ৩.৩ ওভারে ২ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ ছিল ২৮ রান।

এ সময় নেমে আসা বৃষ্টি হলো মুষলধারে। থামার নামগন্ধও ছিল না। দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর যখন বোঝা গেলো, ম্যাচ আর মাঠে গড়ানো সম্ভব নয়, তখন রেফারি জাভাগাল শ্রীনাথ ম্যাচটি বাতিল বলে ঘোষণা দেন।

যার ফলে সিরিজ নির্ধারণী ম্যাচটি আর শেষ হলো না। সিরিজও নির্ধারণ হলো না। শেষ হলো ২-২ এ সমতায়।

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷