ঢাকা | রবিবার, ১৯ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

ফিটনেস পরীক্ষায় পাশ, দলে যুক্ত হলেন কেমার রোচ

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১৬ জুন ২০২২ ২০:৩৮

কেমার রোচ৷ ছবি সংগৃহীত কেমার রোচ৷ ছবি সংগৃহীত

নট আউট ডেস্ক: ২০১৮ সালে বাংলাদেশকে ৪৩ রানে গুড়িয়ে দেওয়ার বড় কারিগর ছিলেন কেমার রোচ৷ ৮ রান দিয়ে তুলেছিলেন ৫ ব্যাটারের উইকেট৷ এবারের বাংলাদেশ সফরে ইনজুরিতে প্রথম ম্যাচ নিয়ে শঙ্কা ছিল, শর্তসাপেক্ষে ডাক পায়নি স্কোয়াডে৷ ম্যাচ শুরুর ঘন্টা কয়েক আগে ফিট হয়ে দলে ফিরেছেন এই ডানহাতি দ্রুতগতির বোলার৷

কাউন্টি ক্রিকেটে চোট পেয়ে মাঠের বাইরে ছিলেন রোচ৷ তাই প্রাথমিকভাবে রাখা হয়নি দলে৷ স্কোয়াড ঘোষণার দিনে বলা হয় ফিটনেস পরীক্ষায় পাশ করতে পারলে দলে যোগ করা হবে তাকে৷ শেষ পর্যন্ত তাই হয়েছে৷ যা স্বস্তির সংবাদ স্বাগতিকদের জন্য৷ কতটা স্বস্তি তা হেড কোচের কথাতেই বুঝে নেওয়া উত্তম৷

রোচকে দলে পেয়ে উচ্ছ্বসিত হেড কোচ ফিল সিমন্স৷ তিনি বলেন, সত্যি বলতে ভালো লাগছে, কেমার ফিট হয়েছে৷ ম্যাচে সে নিশ্চই বড় অবদান রাখতে পারবে৷ সে সবসময় তরুণ খেলোয়াড়দের জন্য অনুপ্রেরণার নাম।’

রোচের পরিসংখ্যান মনে করিয়ে ফিল সিমন্স যোগ করেন, তার সামনে নতুন মাইলফলকের হাতছানি৷ ২৫০ উইকেট পূরণে নিশ্চই সে মুখিয়ে আছে৷ শুধু মাঠ নয়, মাঠের বাইরেও দলের মধ্যে যে আবহ নিয়ে আসে রোচ- তাতে আমরা খুশি। তার নিয়মিত সাফল্য দেখার জন্য মুখিয়ে রয়েছি।’

এখন পর্যন্ত ৭১ টেস্ট খেলে ২৪২ উইকেট নিয়েছেন রোচ। এর মধ্যে বাংলাদেশের বিপক্ষেই সবচেয়ে ভয়ঙ্কর তিনি। যেখানে ৯ টেস্টে তিনবার পাঁচ উইকেটসহ নিয়েছেন ৩৪ শিকার। যা উইন্ডিজ বোলারদের মধ্যে সর্বোচ্চ৷  বাংলাদেশের বিপক্ষে তার বোলিং গড় ২১.৪৭, উইকেটপ্রতি বল খরচ করেন মাত্র ৪৫টি।

বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের প্রথম টেস্টের স্কোয়াডক্রেইগ ব্রাথওয়েট (অধিনায়ক), জার্মেইন ব্ল্যাকউড (সহ অধিনায়ক), এনক্রুমান বোনার, জন ক্যাম্পবেল, জশুয়া ডা সিলভা, আলজারি জোসেফ, কাইল মায়ার, গুদাকেশ মোতি, অ্যান্ডারসন ফিলিপ, রেয়মন রেইফার, জেডেন সিলস, কেমার রোচ ও ডেভন থমাস।

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷