ঢাকা | রবিবার, ১৯ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

স্টোকসের চোখে বিশ্বকাপ জয়কে পেছনে ফেলেছে নটিংহ্যাম টেস্ট

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১৫ জুন ২০২২ ২১:১১

বেন স্টোকস। ছবি সংগৃহীত বেন স্টোকস। ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ ক্রিকেট বিষ্ময়কর বলেই সুন্দর। এটি মাঝে মাঝে অবাক করে পুরো বিশ্বকে। এক সেকেন্ডে বদলে যায় ম্যাচের পরিস্থিতি। টেস্ট ম্যাচ জয়ের প্রাপ্তি কতটুকু হলে বিশ্বকাপ জয়ের চেয়ে বেশি কিছু হয় তার উত্তর হয়তো বাইরের ক্রিকেটপ্রেমীরা সহজে দিতে পারবে না। ক্রিকেট নিয়ে বিশ্লেষণ করা মানুষগুলো হয়তো কথাটি বলার আগে আকাশ পানে তাকিয়ে সামান্য সময় গভীর চিন্তা করবে। কিন্তু বাইশ গজে যারা লড়াই করে তাদের কাছে এমন হতেই পারে। তেমনি মনে হয়েছে ইংল্যান্ড নেতা বেন স্টোকসের কাছে। 

ইংল্যান্ড-নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্ট শেষ দিনে রোমাঞ্চ ছড়াবে তা আগেই অনুমান করা গেলেও এতটা বিষ্ময়কর রোমঞ্চ হবে তা হয়তো খুব বেশি মানুষ ভাবেনি। ভাবেনি স্বয়ং ইংল্যান্ড দলের নেতা। তাইতো এমন জয় স্টোকসের মতে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়, এমনকি বিশ্বকাপ ফাইনালে নাটকীয় সুপার ওভারে জয়কেও ছাড়িয়ে গেছে।

স্টোকস বলেন, 'আজকে যে জয়ের স্বাক্ষী হলাম আমরা, এটার বর্ণনায় ভাষা খুঁজে পাচ্ছি না। এটা বিস্ময়কর। হেডিংলির জয়কে উড়িয়ে দিচ্ছে এটি, মাড়িয়ে যাচ্ছে লর্ডস ও বিশ্বকাপ ফাইনালের জয়কেও। আবেগময়তায় আর মাঠে প্রতিটি মূহূর্ত যেভাবে উপভোগ করেছি আমি, তা অবিশ্বাস্য।'

নটিংহ্যামে নিউজিল্যান্ডকে উড়িয়ে ইতিহাস গড়েছে ইংল্যান্ড। ৯৩ রানে চার উইকেট হারিয়ে ২৯৯ রানের লক্ষমাত্রা পূরণ করেছে মাত্র ৫০ ওভারে। ইংলিশদের এই জয়ে সবচেয়ে বড় অবদান জনি বেয়ারস্টোর। তিনি ৯২ বলে ১৩৬ রান তুলেছেন। তার ব্যাটিং দেখে মনে হতেই পারে তিনি টি-টোয়েন্টি ইনিংস খেলতে নেমেছেন।


এই ম্যাচ জয়ে অধিনায়ক বেন স্টোকসেরও অবদান কম নয়। তিনি ৭০ বলে ৭৫ রানের দারুণ এক ইনিংস খেলে শেষ পর্যন্ত ইংল্যান্ডকে জিতিয়ে মাঠ ছেড়েছেন। ম্যাচ শেষে স্টোকস জানিয়েছেন, এই জয় নটিংহ্যাম 

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টেও রান তাড়া করে দারুণ জয় তুলে নিয়েছিল ইংল্যান্ড। টানা দুই ম্যাচে এমন দুর্দান্ত জয় মানসিকভাবেও বুস্ট আপ করবে ইংলিশদের। অবশ্য এই ম্যাচে ৫০ ওভারে ২৯৯ রান তাড়া কোনোভাবেই বিশ্বাস হচ্ছে না স্টোকসের। ম্যাচ জয়ের পরও তাই তিনি ঘোরের মধ্যে আছেন।

তিনি বলেছেন, 'অসাধারণ জয় এটি। গোটা সপ্তাহ ধরেই আবহ ছিল দুর্দান্ত। সেই ধারাবাহিকতায় এগিয়ে গিয়ে আজকে এই ধরনের পারফরম্যান্স…। কোনোভাবেই এটা আমার মাথায় ঢুকছে না, কীভাবে আমরা ২৯৯ রান তাড়া করে ফেললাম ২০ ওভার (২২ ওভার) বাকি রেখে। সেটিও শেষ দিন সকালে ১৫ ওভার বোলিং করার পর। এটা আর কখনোই হবে না। তবে যদি হয়, সম্ভবত আমরাই আবার করব!'

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷