ঢাকা | রবিবার, ১৯ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

রোমাঞ্চের দিনে জয়ের কারিগর হয়ে উঠবেন স্টোকস

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১৪ জুন ২০২২ ২২:০৬

বেন স্টোকস। ছবি সংগৃহীত বেন স্টোকস। ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ লর্ডস টেস্টের মত জমে উঠেছে নাটিংহাম টেস্ট।নিউজিল্যান্ডের বিপক্ষে জয়, পরাজয় বা ড্র যেকোনো কিছুই হতে পারে এই টেস্টে। আপাতত নিজেদের অধিনায়ক বেন স্টোকসের সামর্থ্যের ওপরে ভরসা রাখছেন বেন ফোকস। ইংলিশ উইকেটরক্ষকের বিশ্বাস, শেষদিনে অধিনায়কের ব্যাটেই কিউই বধ করবেন তারা।


এজন্য অবশ্য দ্বিতীয় ইনিংসে সাত উইকেটে ২২৪ রান করা নিউজিল্যান্ডের বাকি তিনটি উইকেট খুব দ্রুতই নিতে হবে ইংল্যান্ডকে। ফোকসও স্বীকার করছেন তা। এরই মাঝে ২৩৮ রানের লিড নেয়া দলটিকে ফোকস অলআউট করতে চান লক্ষ্য ৩০০ ছোঁয়ার আগেই।

তারপর স্টোকসের ব্যাটিং কারিশমায় টেস্ট জিততে চান। প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের করা ৫৫৩ রানের জবাবে বেশ আগ্রাসী ব্যাটিং করেন স্টোকস। ইংল্যান্ডের প্রথম ইনিংসে করা ৫৩৯ রানের মধ্যে অধিনায়কের অবদান ৩৩ বলে ৪৬ রান। দ্বিতীয় ইনিংসে আরও লম্বা সময় খেলে দল জেতাবেন স্টোকস, এটাই প্রত্যাশা প্রথম ইনিংসে ৫৪ করা ফোকসের।


তিনি বলেন, 'আমি মনে করি, তাদের কম লক্ষ্যের মধ্যে আটকাতে হবে। ৩০০'র নিচে যদি আমরা তাদের আটকে রাখতে পারি, এরপর যদি ভালো ব্যাটিং করি তাহলে জয় সম্ভব। আমাদের ড্রেসিং রুমে লক্ষ্য তাড়া করার মতো ক্রিকেটার আছে। স্টোকসের মতো কেউ, তাই যেকোনো কিছুই হতে পারে।'

'সে যখন ব্যাটিংয়ে নামে তখন কি করতে পারে এই ব্যাপারে কারও ধারণা নেই। চতুর্থ দিনের শেষ বিকেল পর্যন্ত যা হয়েছে তাতে তিনটি ফলাফলই সম্ভব। শেষ দিনটা রোমাঞ্চকর হবে।'

লর্ডস টেস্ট জিতে ইতোমধ্যেই সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে ইংল্যান্ড। নটিংহাম টেস্ট জিতলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতবে স্টোকসবাহিনী।

 

-নট আউট/এমআরএস

 



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷