ঢাকা | রবিবার, ১৯ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

বাংলাদেশে শতক হাকিয়ে মে মাসের সেরা ম্যাথুস

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১৪ জুন ২০২২ ০০:৪৫

অ্যাঞ্জেলো ম্যাথুস৷ ছবি সংগৃহীত অ্যাঞ্জেলো ম্যাথুস৷ ছবি সংগৃহীত

নট আউট ডেস্ক: আইসিসির মে মাসের সেরা তালিকায় মুশফিকুর রহিমের সাথে ছিলেন আরও দুই লঙ্কান ক্রিকেটার৷ সেরা মুকুট উঠেছে তাদের একজনের মাথায়৷ বিশ্বক্রিকেটে একমাত্র ব্যাটার যিনি আউট হয়েছেন ৯৯ এবং ১৯৯ ঘরে৷ সেই অ্যাঞ্জেলো ম্যাথুস এবার হয়েছেন মে মাসের সেরা৷ অবশ্য বাংলাদেশের বিপক্ষে তার দূর্দান্ত পারফরম্যান্সে তিনি পাওয়ার যোগ্য দাবিদার৷ দলের হয়ে যেমন ব্যাট হাতে হাকিয়েছেন দুই শতক তেমনি হয়েছেন সিরিজ সেরা৷

চট্টগ্রাম ও মিরপুর টেস্ট মিলে ডানহাতি এই ব্যাটার করেছিলেন ৩৪৪ রান। যেখানে প্রথম টেস্টে খেলেছিলেন ১৯৯ রানের ইনিংস। ঢাকা টেস্টেও অপরাজিত ১৪৫ রান করেছিলেন তিনি।

মাস সেরা নির্বাচিত হয়ে ম্যাথুস বলেন, 'আইসিসির মাস সেরা ক্রিকেটার নির্বাচিত হওয়ায় আমি সম্মানিত বোধ করছি। আসিথা ফার্নান্দো এবং মুশফিকুর রহিমকে ধন্যবাদ জানাতে চাই। শ্রীলঙ্কান দলে সুযোগ পেয়ে আমি কৃতজ্ঞ।'

'আমার প্রতি বিশ্বাস রাখার জন্য দলের ক্রিকেটারদের এবং ভক্তদের প্রতি আমি কৃতজ্ঞ। শ্রীলঙ্কার মানুষের জন্য আমার পুরস্কার উৎসর্গ করলাম।'

দ্বিতীয় ক্রিকেটার হিসেবে মুশফিকুর রহিম এবং তৃতীয় ক্রিকেটার হিসেবে মে মাসের সেরা হওয়ার জন্য মনোনয়ন পেয়েছিলেন আসিথা। চট্টগ্রামে ৩ উইকেট নেয়ার পর ঢাকা টেস্টে ৭ উইকেট নিয়েছিলেন ডানহাতি এই পেসার।

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷