ঢাকা | শুক্রবার, ১৭ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১

দাপুটে জয়ে জিম্বাবুয়েকে সিরিজ হারাল আফগানরা

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১৩ জুন ২০২২ ২২:০০

এক ম্যাচ হাতে রেখে সিরিজ আফগানিস্তানের। ছবি: জিম্বাবুয়ে ক্রিকেট এক ম্যাচ হাতে রেখে সিরিজ আফগানিস্তানের। ছবি: জিম্বাবুয়ে ক্রিকেট

নট আউট ডেস্কঃ ওয়ানডে সিরিজে ধবলধোলাই হওয়ার পর, টি-টোয়েন্টি সিরিজেও আফগানদের কাছে অসহায় আত্নসমর্পণ করেছে স্বাগতিক জিম্বাবুয়ে। সিরিজ নির্ধারনী দ্বিতীয় টি-টোয়েন্টিতে আফগানিস্তানের জয় ২১ রানে। হারেরেতে এদিন আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭০ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ গড়ে আফগানিস্তান। জবাবে, ১৪৯ রানেই থামে জিম্বাবুয়ের ইনিংস। 

আফগানদের দেওয়া ১৭০ রান টপকাতে গিয়ে শুরুতেই ওপেনার মাদভেরের উইকেট হারায় জিম্বাবুয়ে। এরপর ইনোসেন্ট কাইয়াকে নিয়ে দলের হাল ধরেন মারুমানী। দ্বিতীয় উইকেট জুটিতে দু'জন মিলে গড়েন পঞ্চাশোর্ধ রানের জোট। ৩০ রান করা মারুমানীর বিদায়ে ভাঙে এই জুটি। এরপর অধিনায়ক ক্রেগ আরভিন ফিরলে চাপে পড়ে স্বাগতিকরা। চর্তুথ উইকেটে ফের দলের হাল ধরেন কাইয়া ও সিকান্দার রাজা।

ইনোসেন্ট কাইয়া এক প্রান্ত আগলে রান তুললেও, অন্যপ্রান্তে ঝড় তোলেন রাজা। দু'জন মিলে গড়েন পঞ্চাশোর্ধ রানের জোট। এরপর দুর্দান্ত খেলতে থাকা রাজকের ফেরানোর, পরের বলে রায়ান বার্লকে ফেরান রশিদ খান। তাতেই ম্যাচ থেকে ছিটকে যায় জিম্বাবুয়ে। ল১ চার ও ৪ ছক্কায় ২১ বলে ঝড়ো ৪১ রান করেন রাজা। এরপর হাফ সেঞ্চুরি তুলে নেওয়া কাইয়া ফিরলে, বেশিদূর এগোতে পারেনি স্বাগতিকরা। ২ চার ও ১ ছক্কায় ৫৭ বলে ওয়ানডে মেজাজে ৫৪ রান করেন কাইয়া।

শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪৯ রানের বেশি তুলতে পারেনি স্বাগতিকরা। ফলে ২১ রানের জয় পায় আফগানিস্তান। এই জয়ে এক ম্যাচ বাকি থাকতেই ২-০ তে সিরিজ জিতে নেয় মোহাম্মদ নাবীর দল। আফগানিস্তানের পক্ষে দুটি উইকেট শিকার করেন রশিদ খান।

এর আগে ব্যাট করে নাজিবুল্লাহর হাফ সেঞ্চুরিতে, নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭০ রানের সংগ্রহ গড়ে আফগানিস্তান। ইনফর্ম নাজিবুল্লাহ করেন ৪৬ বলে ৫৭ রান। এছাড়া শেষ দিকে ২২ বলে অপরাজিত ৪৩ রানের ঝড়ো ইনিংস খেলেন মোহাম্মদ নাবী। ওপেনার জাজাই খেলেন ২৮ রানের ছোট্ট ক্যামিও। জিম্বাবুয়ের পক্ষে দুই উইকেট নেন চাতারা।

 

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷