ঢাকা | শনিবার, ১৮ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

পাকিস্তান সিরিজে সাদা পোষাকের অবসর ভাঙতে চায় মঈন

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১৩ জুন ২০২২ ১৭:২৬

ইংল্যান্ড দলে ফিরতে রাজি মঈন আলী৷ ছবি সংগৃহীত ইংল্যান্ড দলে ফিরতে রাজি মঈন আলী৷ ছবি সংগৃহীত

নট আউট ডেস্ক: টেস্ট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত ছিল অভিমানে৷ অভিমানে অবসরের সিদ্ধান্ত নেওয়া মঈন আলি অবশ্য টেস্টে ফিরতে চান দ্রুত৷ প্রতিনিধিত্ব করতে চান দেশের৷ সিদ্ধান্তে পরিবর্তনের নেপথ্যে দলটির নতুন কোচ ব্রেন্ডন ম্যাককালাম৷ ইংল্যান্ডের পাকিস্তান সিরিজে সাদা পোশাক গায়ে জড়ানোর ইচ্ছের কথা জানিয়েছেন এই ক্রিকেটার।

অ্যাশেজ ও উইন্ডিজ সিরিজ ব্যর্থতার পর বড় ধরনের পরিবর্তন আসে দেশটির ক্রিকেটে৷
এক সাক্ষাৎকারে টেস্টে ফেরার আভাস দিয়েছেন মঈন, ‘(ফেরার) সম্ভাবনা আছে। আমি কখনোই চূড়ান্তভাবে ‘না’ বলি না। দেখা যাক কী হয়।’


টেস্ট দলের কোচের দায়িত্ব নেওয়ার পরই ব্রেন্ডন ম্যাককালাম তাকে খুদে বার্তা পাঠিয়েছিলেন জানিয়ে মঈন বলেন, ‘কোচের দায়িত্ব পাওয়ার পরদিনই আইপিএলের সময় ব্রেন্ডন আমাকে খুদে বার্তা পাঠিয়ে জিজ্ঞেস করে, তুমি আছো তো? এরপর আমাদের কথা হয়েছে। ও আমাকে জিজ্ঞেস করে দলে যদি কোনো চোট সমস্যা থাকে বা উপমহাদেশে কোনো সফর থাকে আর দলের যদি আমাকে প্রয়োজন হয়, তাহলে আমাকে পাবে কিনা।’

‘ব্রেন্ডনকে না করা খুবই কঠিন। সত্যি বলতে ওর আর স্টোকসির (বেন স্টোকস) অধীনে খেলতে আমার ভালোই লাগবে। তাই, আমি (টেস্ট খেলতে) আগ্রহী।’

ইংল্যান্ডের ইতিহাসে অন্যতম সফল স্পিনার মঈন আলি। দেশটির হয়ে টেস্টে তার চেয়ে বেশি উইকেটের মালিক শুধু গ্রায়েম সোয়ান এবং ডেরেক আণ্ডারউড। উপমহাদেশের স্পিনবান্ধব কন্ডিশনে তাই মঈন হতে পারেন ম্যাককালামের তুরুপের তাস। আগামী সেপ্টেম্বরে পাকিস্তান সফরে তিন টেস্ট খেলার কথা রয়েছে ইংল্যান্ডের। সেই সিরিজ দিয়েই আবারও সাদা পোশাকের ক্রিকেটে পাকিস্তানি বংশোদ্ভূত মঈনের প্রত্যাবর্তনের সম্ভাবনা রয়েছে।

৬৪ টেস্টে ১১১ ইনিংসে মঈন আলী ব্যাট হাতে করেছেন ২৯১৪ রান৷ যেখানে সর্বোচ্চ ১৫৫৷ বল হাতেও নিয়েছেন ১৯৫ উইকেট৷ পাঁচবার নিয়েছেন পাঁচ উইকেট৷ এক ম্যাচে ১০ উইকেট রয়েছে একবার ৷

 

-নট আউট/এমআরএস

 

 



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷