ঢাকা | রবিবার, ১৯ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

'অপ্রতিরোধ্য’ বাবরের ব্যাটে, রেকর্ডের ‘ফুলঝুরি’

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১০ জুন ২০২২ ০০:২২

টানা তিন সেঞ্চুরিতে রেকর্ডবুকে বাবর আজম। ছবি: পাকিস্তান ক্রিকেট টানা তিন সেঞ্চুরিতে রেকর্ডবুকে বাবর আজম। ছবি: পাকিস্তান ক্রিকেট

নট আউট ডেস্কঃ গত রাতে মুলতানে সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে রান পাহাড় টপকে, শ্বাসরুদ্ধকর জয় পেয়েছে স্বাগতিক পাকিস্তান। দুর্দান্ত ছন্দে থাকা পাকিস্তান অধিনায়ক বারব আজম এ ম্যাচেও পেয়েছেন সেঞ্চুরির দেখা। এ নিয়ে গত পাঁচ ওয়ানডের চারটিতে তিন অঙ্কের ম্যাজিক ফিগার ছুঁয়েছেন পাকিস্তান অধিনায়ক। তাতেই ভেঙেছে একাধিক রেকর্ড। তৈরি হয়েছে নতুন ইতিহাস। 

মুলতানে এদিন বাবরের ১০৩ রানের রেকর্ড গড়া ইনিংস খেলার পরও, হারের শঙ্কায় পড়েছিল স্বাগতিক পাকিস্তান। তবে শেষ দিকে খুশদিল শাহ'র ঝড়ো ব্যাটিংয়ে জয় পায় স্বাগতিকরা। রেকর্ড সেঞ্চুরি করে ম্যাচ সেরার পুরষ্কার বাবর পেলেও, পাকিস্তান অধিনায়ক দেখিয়েছেন অন্যন্য দৃষ্টান্ত। ৪১ রানের ঝড়ো ইনিংস খেলে দলকে জেতানো খুশদিল শাহ'র হাতেই তুলে দেন ম্যাচ সেরার পুরষ্কারটা। এতেই রীতিমতো প্রশংসার জোয়ারে ভাসছেন বাবর।

এদিকে সেঞ্চুরি করে, অধিনায়ক বাবর ভেঙেছেন বিরাট কোহলির রেকর্ডও। অধিনায়ক হিসেবে এর আগে দ্রুততম ১ হাজার রান করেছিলেন বিরাট কোহলি। গত রাতে সেই রেকর্ড নিজের করে নিয়েছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। ১ হাজার রানের মাইলফলক স্পর্শ করতে যেখানে কোহলির লেগেছিল ১৭ ইনিংস, সেটা মাত্র ১৩ ইনিংসেই ভেঙে দিয়ে নিজের করে নিলেন বাবর আজম। 

এদিকে সেঞ্চুরিতে আরও একাধিক রেকর্ডও গড়েছেন পাকিস্তান অধিনায়ক। গত এপ্রিলে অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা দুই সেঞ্চুরি হাঁকানোর পর, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতেই বাবর হাঁকিয়েছেন সেঞ্চুরি। ফলে প্রথম ক্রিকেটার হিসেবে একদিনের ক্রিকেটে এই নিয়ে দুবার হ্যাটট্রিক সেঞ্চুরির স্বাদ পেয়েছেন বাবর। এর আগে ২০১৬ সালে এই ক্যারিবিয়ানদের বিপক্ষে তিন ম্যাচে টানা ‘তিন’ সেঞ্চুরি হাঁকিয়েছেন বাবর। সবমিলিয়ে তাঁদের বিপক্ষে ৮ ম্যাচে বাবরের এইটা ছিল পঞ্চম সেঞ্চুরি। 

এছাড়া এই সেঞ্চুরির সুবাদেই, নয়া মাইলফলক স্পর্শ করেছেন বাবর। যেখানে সবার ধরাছোঁয়ার বাইরেই এখন পাকিস্তান অধিনায়ক। আইসিসি ওয়ানডে সুপার লিগে, প্রথম ক্রিকেটার হিসেবে এক হাজার রানের গণ্ডি টপকেছেন বাবর। যেখানে ১৩ ইনিংসেই বাবরের রান সংখ্যা এখন ১০০৫৷ তালিকায় দুইয়ে থাকা আইরিশ ওপেনার পল স্টার্লিং ১৭ ইনিংস করেছেন ৭৯১ রান। ওয়ানডে সুপার লিগে বাবর এখন পর্যন্ত প্রায় ৯২ গড়ে! সেঞ্চুরি হাঁকিয়েছেন সর্বোচ্চ ৬টি! যেখানে বাবরের আশেপাশেও নেই আর কেউ। 

এক নজরে দেখে নেওয়া যাক ওয়ানডে সুপার লিগের শীর্ষ ১০ রান সংগ্রাহক:

১/বাবর আজম (পাকিস্তান): ১৩ ম্যাচে ১০০৫ রান৷ গড় ৯১.৩৬, ৬ সেঞ্চুরি ও ৩ হাফ সেঞ্চুরি। ব্যাক্তিগত সর্বোচ্চ রানের স্কোর ১৫৮।

২/পল স্টার্লিং (আয়ারল্যান্ড): ১৭ ম্যাচে ৭৯১ রান৷ গড় ৪৬.৫২, ৩ সেঞ্চুরি ও ২ হাফ সেঞ্চুরি। ব্যাক্তিগত সর্বোচ্চ রানের স্কোর ১৪২।

৩/শাই হোপ (উইন্ডিজ): ১৫ ম্যাচে ৭৩৭ রান৷ গড় ৫২.০৪, ৩ সেঞ্চুরি ও ৩ হাফ সেঞ্চুরি। ব্যাক্তিগত সর্বোচ্চ রানের স্কোর ১২৭।

৪/ইমাম-উল-হক (পাকিস্তান): ১৩ ম্যাচে ৬৩৬ রান৷ গড় ৫৫.২৫, ২ সেঞ্চুরি ও ৬ হাফ সেঞ্চুরি। ব্যাক্তিগত সর্বোচ্চ রানের স্কোর ১০৬।

৫/হ্যারি টেক্টর (আয়ারল্যান্ড): ১৮ ম্যাচে ৬৩১ রান৷ গড় ৪৫.০৭, ৭ হাফ সেঞ্চুরি। ব্যাক্তিগত সর্বোচ্চ রানের স্কোর ৭৯।

৬/তামিম ইকবাল (বাংলাদেশ): ১৮ ম্যাচে ৬২৪ রান৷ গড় ৩৬.৭০, ১ সেঞ্চুরি ও ৫ হাফ সেঞ্চুরি। ব্যাক্তিগত সর্বোচ্চ রানের স্কোর ১১২।

৭/লিটন দাস (বাংলাদেশ): ১৭ম্যাচে ৫৯২ রান৷ গড় ৩৪.৮২, ২ সেঞ্চুরি ও ২ হাফ সেঞ্চুরি। ব্যাক্তিগত সর্বোচ্চ রানের স্কোর ১৩৬।

৮/জানেমান মালান (দ.আফ্রিকা): ১১ ম্যাচে ৫৭৮ রান৷ গড় ৬৪.২২, ২ সেঞ্চুরি ও ২ হাফ সেঞ্চুরি। ব্যাক্তিগত সর্বোচ্চ রানের স্কোর ১৭৭*।

৯/জনি বেয়ারেস্টো (ইংল্যান্ড): ১২ ম্যাচে ৫৭৫ রান৷ গড় ৫২.২৭, ২ সেঞ্চুরি ও ৩ হাফ সেঞ্চুরি। ব্যাক্তিগত সর্বোচ্চ রানের স্কোর ১২৪।

১০/ রহমত শাহ (আফগানিস্তান): ১১ ম্যাচে ৫৭৫ রান৷ গড় ৫৭.৫০, ১ সেঞ্চুরি ও ৪ হাফ সেঞ্চুরি। ব্যাক্তিগত সর্বোচ্চ রানের স্কোর ১০৩*।

 

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷