ঢাকা | শুক্রবার, ১৭ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১

নির্বাচকের সিদ্ধান্ত মানতে নারাজ অধিনায়ক বাবর

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৫ জুন ২০২২ ০৫:৫৩

বাবর আজম। ছবি সংগৃহীত বাবর আজম। ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ বর্তমান পাকিস্তান ক্রিকেট এগিয়ে যাচ্ছে দারুণভাবেই। তবে পুরনো ঝামেলা দেখা দিয়েছে নতুনভাবে। দলটির প্রধান নির্বাচকের সিদ্ধান্ত মানতে নারাজ অধিনায়ক বাবর আজম। অধিনায়ক ও প্রধান নির্বাচকের এমন দ্বন্দ মূলত ওপেনার শান মাসুদকে নিয়ে। 

ইংল্যান্ডে রানের বন্যা বইয়ে দিচ্ছেন শান। কাউন্টি চ্যাম্পিয়নশিপের পর টি-টোয়েন্টি ব্লাস্টেও রানে আছেন। স্বাভাবিকভাবেই জাতীয় দলে ফের জায়গা পাকাপোক্ত হতে চলেছে তার। মূলত তিনি ওপেনিং ব্যাটার। তবে প্রধান নির্বাচক ওয়াসিম তাকে মিডল অর্ডারে দেখতে চান। কিন্তু বাবর ওপেনিংয়েই চান শানকে।


এক সাক্ষাৎকারে শান প্রসঙ্গে ওয়াসিম বলেছেন, ‘আমি শানকে বলেছি, সে যেন মিডল অর্ডারে ব্যাটিংয়ের ‍চেষ্টা করে। সে যে নিচে নেমেও ব্যাট করতে পারে, সেই প্রমাণটা যেন আমাদের কাছে থাকে।’

তবে এতে মোটেও সায় নেই বাবরের। পাকিস্তান অধিনায়কের মতে, এখন যারা মিডল অর্ডারে আছেন, তারা ভালো করছেন। শানকে নিচে ঠেলে দিয়ে বর্তমানে মিডল অর্ডারে থাকা ব্যাটারদের প্রতি অবিচার করা হবে। লাহোরে তিনি সংবাদমাধ্যমকে বলেছেন, ‘শান ব্যাটিং অর্ডারের ওপরে, ওপেনিংয়ে ব্যাট করে। সে নিচের দিকে ব্যাট করে না। আমার মনে হয়, শানকে পাঁচ কিংবা ছয় নম্বরে ব্যাটিং করালে তার প্রতি অবিচার করা হবে। তার ওপর আমাদের নজর আছে। তার ব্যাটিং নিয়ে আমরা অবশ্যই ভাববো, তবে সেটা দলের ভারসাম্য নষ্ট করে নয়।’

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷