ঢাকা | শুক্রবার, ১৭ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১

স্মিথ-ওয়ার্নারদের দায়িত্ব পেলেন ভেট্টরি

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২৫ মে ২০২২ ০৭:৩৩

বিগ ব্যাশে ব্রিসবেন হিটের প্রধান কোচের ভূমিকায় ছিলেন ভেট্টরি। ফাইল ছবি বিগ ব্যাশে ব্রিসবেন হিটের প্রধান কোচের ভূমিকায় ছিলেন ভেট্টরি। ফাইল ছবি

নট আউট ডেস্কঃ কদিন আগেই ইংল্যান্ড টেস্ট দলের হেড কোচর দায়িত্ব পেয়েছিলেন সাবেক কিউই অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম। এবার অস্ট্রেলিয়া জাতীয় দলের দায়িত্ব পেলেন আরেক সাবেক নিউজিল্যান্ড অধিনায়ক ড্যানিয়েল ভেট্টরি। দলটির বর্তমান হেড কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডের সহকারী হিসেবে দায়িত্ব পালন করবেন এই কিউই। এছাড়া ভেট্টরির সঙ্গে ম্যাকডোনাল্ডের সহকারী হিসেবে থাকবেন আন্দ্রে বোরোভেচও। মঙ্গলবার (২৪ মে) ভেট্টরিকে নিয়োগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। 

জুনের শেষদিকে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ দিয়েই ডেভিড ওয়ার্নার-স্টিভ স্মিথদের দায়িত্ব নেবেন ভেট্টরি। এর আগে গত পাকিস্তান সফরেও অস্ট্রেলিয়া দলের সঙ্গে কাজ করার অতীত অভিজ্ঞতা রয়েছে সাবেক এই কিউই অধিনায়কের।

এছাড়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের জার্সিতে অস্ট্রেলিয়া বর্তমান হেড কোচ ম্যাকডোনাল্ডকে সতীর্থ হিসেবে পেয়েছিলেন ভেট্টরি। এমনকি ব্যাঙ্গালুরুর হয়ে দু'জন কাজ করেছিলেন এক সাথে। সেবার অবশ্য ভেট্টরির সহযোগী হিসেবেই ছিলেন ম্যাকডোনাল্ড। এবার অস্ট্রেলিয়ার হয়েও ম্যাকডোনাল্ডের সহযোগী হিসেবে থাকবেন ভেট্টরি।  

ওয়ার্নারদের দায়িত্ব নিয়েই ভেট্টরি, শুনিয়েছেন আশার বানী। তিনি বলেন, ‘দলটি অনেক শক্তিশালী ও ঐক্যবদ্ধ, ভবিষ্যতে অত্যন্ত সফল ও ফলপ্রসূ একটা অধ্যায় কাটানোর সামর্থ্য আছে এই অস্ট্রেলিয়ার। পাকিস্তানের বিরুদ্ধে ওরা যেভাবে খেলেছে, তা আমাকে সত্যি মুগ্ধ করেছে। যেভাবে ওরা প্রস্তুতি নিয়েছে, পরিকল্পনা করেছে ও মাঠে সে পরিকল্পনার প্রয়োগ করেছে, তা দুর্দান্ত।’

এদিকে ভেট্টরিকে সহকারী হিসেবে বেজায় খুশি ম্যাকডোনাল্ডও। তিনি বলেন, ‘আমি ভেট্টরির সঙ্গে আগেও কাজ করেছি। ওর অ্যাপ্রোচ, কাজের প্রতি দায়িত্বশীল এবং যে অভিজ্ঞতা রয়েছে তা অতুলনীয়। ও দলের সঙ্গে যুক্ত হলে, ওর থেকে ক্রিকেটাররা বেশ উপকৃত হবে।’

উল্লেখ্য, এর আগে, বাংলাদেশের স্পিন বোলিং পরামর্শকেরও দায়িত্বও পালন করেছেন ভেট্টোরি। এছাড়া আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, সিপিএলে বার্বাডোজ রয়্যালস, বিগ ব্যাশে ব্রিসবেন হিট, ভাইট্যালিটি ব্ল্যাস্টে মিডলসেক্সের মতো ফ্র্যাঞ্চাইজিগুলোর কোচের দায়িত্বে ছিলেন এই সাবেক বাঁহাতি স্পিনার। 

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷