ঢাকা | রবিবার, ১৯ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

ইনজুরি মিছিল বড় হচ্ছে ইংল্যান্ডের

নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৭ মে ২০২২ ২২:০০

সাকিব মাহমুদ৷ ছবি সংগৃহীত সাকিব মাহমুদ৷ ছবি সংগৃহীত

নট আউট ডেস্ক: ইংল্যান্ড দলে ইনজুরির হানা চলছেই। ইনজুরিতে ইতোমধ্যে ছিটকে গেছেন জোফরা আর্চার, মার্ক উড ও অলি স্টোন। এবার সেই তালিকায় যুক্ত হলেন পেসার সাকিব মাহমুদ।

সোমবার (১৬ মে) পিঠের ইনজুরিতে পড়েছেন তিনি। এই ইনজুরির কারণে চলতি মৌসুমে আর খেলা হবে না তার। ২৫ বছর বয়সী এই পেসার কবে নাগাদ পুরোপুরি ফিট হয়ে বোলিংয়ে ফিরতে পারবেন সেটা অনিশ্চিত।


মাহমুদ চলতি বছরের শুরুতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তার ক্যারিয়ারের প্রথম দুই টেস্ট খেলেছিলেন। উইকেট নিয়েছিলেন ৬টি।

সবশেষ গেল মাসে কাউন্টি চ্যাম্পিয়নশিপে তিনি ল্যাঙ্কাশায়ারের হয়ে খেলেছিলেন। গেল সপ্তাহের পিঠের নিচের দিকের ব্যাথার কারণে তিনি আর খেলতে পারেননি। এরপর তার পিঠের স্ক্যান করানো হয়। সেখানে দেখা যায় তার কটিদেশীয় মেরুদণ্ডের হাড়ে চিড় ধরেছে।

চারজন বোলার ইনজুরিতে থাকায় বিপাকে আছে ইংল্যান্ড দল। জুন মাসে তারা ঘরের মাঠে নিউ জিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ খেলবে। যেটা হতে যাচ্ছে নতুন অধিনায়ক বেন স্টোকস ও কোচ ব্রেন্ডন ম্যাককালামের প্রথম পরীক্ষা৷

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷