ঢাকা | বৃহঃস্পতিবার, ১৬ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১

৯৯ ও ১৯৯, দুর্ভাগা ম্যাথুস!

নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৭ মে ২০২২ ০৪:১১

অ্যাঞ্জেলো ম্যাথুস৷ ছবি সংগৃহীত অ্যাঞ্জেলো ম্যাথুস৷ ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক: ক্রিকেট সুন্দর, ক্রিকেট আনন্দের, ক্রিকেট বেদনার৷ ক্রিকেটে যেমন রেকর্ড করে উৎযাপনের চিত্র চিরন্তন সত্য, তেমনি খুব কাছে গিয়ে রেকর্ডের প্রশান্তি অনুভব করতে না পারা কষ্টের৷ এই মুহূর্ত্বে বিশ্বক্রিকেটে কোহলির থেকেও বেশি যন্ত্রণা অনুভব করছেন শ্রীলংকার অ্যাঞ্জেলো ম্যাথুস তা বলার অপেক্ষা রাখে না ৷

বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে একাই দলকে বড় সংগ্রহের পথে নিয়ে গেলেও শেষ পর্যন্ত  সুখকর করতে পারেনি নিজের লড়াইকে৷ নাঈম হাসানের বলে আউট হওয়ার পূর্বে ডাবল শতক পূরণে প্রয়োজন ছিল মাত্র ১ রান৷ ক্রিকেট বিশ্বে একমাত্র খেলোয়াড় যিনি সাদা পোষাকে ৯৯ ও ১৯৯ দুই সংখ্যায় আউট হয়েছেন৷

২০০৯ সালে ভারতের বিপক্ষে ৯৯ রানে আউট হওয়ার পর ২০২২ সালে প্রতিবেশী বাংলাদেশর বিপক্ষে আউট হলেন ১৯৯ রানে৷

তৃতীয় শ্রীলংঙ্কান হিসেবে ১ রানের জন্য ডাবল শতক করতে পারলেন না ম্যাথুস৷ এর আগে ১৯৯৭ ভারতের বিপক্ষে সনাথ জয়াসুরিয়া ও ২০১২ পাকিস্তানের বিপক্ষে কুমার সাঙ্গাকারা করেন ১৯৯ রান৷ শতকের এত কাছে গিয়েও উৎযাপন করতে না পারা সত্যিই বেদনাদায়ক৷

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷