ঢাকা | শুক্রবার, ১৭ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১

শঙ্কার মুখে অজিদের লঙ্কা সফর

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১১ মে ২০২২ ০১:৫৮

পূর্ণাঙ্গ সিরিজ খেলতে জুনে শ্রীলঙ্কা সফর করবে অস্ট্রেলিয়া। ফাইল ছবি পূর্ণাঙ্গ সিরিজ খেলতে জুনে শ্রীলঙ্কা সফর করবে অস্ট্রেলিয়া। ফাইল ছবি

নট আউট ডেস্কঃ আগামী মাসে (জুন) পূর্ণাঙ্গ সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফর করার কথা রয়েছে অস্ট্রেলিয়া দলের। ইতিমধ্যে সূচি থেকে শুরু করে ভেন্যু! সব কিছুই হয়েছে ঠিকঠাক। তবে, এর মাঝেই দ্বীপরাষ্ট্রটিতে ছড়িয়ে পড়েছে সরকার বিরোধী আন্দোলন। বর্তমান শ্রীলঙ্কার পরিস্থিতি তাই বেশ উদ্বেগজনক। এমতাবস্থায় শঙ্কা দেখা দিয়েছে অজিদের লঙ্কা সফর।

গত কয়েক মাস ধরে চলা শ্রীলঙ্কার সরকার বিরোধী আন্দোলন ভয়াবহতায় রূপ নিয়েছে। গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে খারাপ অর্থনৈতিক সংকটে বেসামাল দ্বীপরাষ্ট্রটি। তাই বাধ্য হয়ে গত রাতে (সোমবার) শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে পদত্যাগ করেছেন। সহিংসতা ঠেকাতে ইতিমধ্যেই দেশটিতে কারফিউ এবং রাজধানী কলম্বোয় সশস্ত্র সেনা মোতায়েন করা হয়েছে

এর মাঝে অজিদের শ্রীলঙ্কা সফর আদৌ আলোর মুখ দেখবে কিনা তা নিয়ে রয়েছে ঘোর সংশয়। সফরে অজিরা শ্রীলঙ্কার বিরুদ্ধে তিনটি টি-টোয়েন্টি, পাঁচটি ওয়ানডে ও দুটি টেস্ট খেলবে। সফরের অর্ধেকটা সময় অজিদের কাটাতে হবে, শ্রীলঙ্কার রাজধানী কলোম্বোতে। আর তাই শঙ্কাটা বেড়েছে আরো বেশি। কেননা, শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতেই সহিংসতার মাত্রা সবচেয়ে বেশি।

এদিকে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, নিরাপত্তা প্রধান স্টুয়ার্ট বেইলি চলমান পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছিলেন গত তিন মাস ধরে। তবে বর্তমান পরিস্থিতি আরও খারাপের দিকে যাওয়ায় বেশ উদ্বিগ্ন তিনি। তাই অনিশ্চয়তার মুখে অস্ট্রেলিয়া পুরুষ দলের শ্রীলঙ্কা সফর। 

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷