ঢাকা | শনিবার, ১৮ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

উইন্ডিজকে নেতৃত্বের দায়িত্ব পুরানের কাঁধে

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৪ মে ২০২২ ০৬:৫৭

উইন্ডিজ অধিনায়ক নিকোলাস পুরান৷ ছবি সংগৃহীত উইন্ডিজ অধিনায়ক নিকোলাস পুরান৷ ছবি সংগৃহীত

নট আউট ডেস্ক: হুট করেই গত মাসে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের নেতৃত্ব ছেড়ে দেন কাইরন পোলার্ড। একই সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণাও দেন এই অল-রাউন্ডার। তার অবসরের পর শূন্য হয়ে যাওয়া অধিনায়ক পদে নতুন অধিনায়ক করা হয়েছে নিকোলাস পুরান। উইন্ডিজ ক্রিকেট বোর্ড (ডব্লিউআইসিবি) নিয়োগ নিশ্চিত করেছে।

গত বছর পোলার্ডের সঙ্গে সহকারী অধিনায়কের দায়িত্ব পালন করে আসছিলেন পুরান। তাই স্বাভাবিক ভাবেই পুরনকে ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে এবং টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব দেয়ার কথা। সেটিই হলো।

পূর্ণ মেয়াদে দায়িত্ব পাওয়া নিকোলাস পুরান২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের নেতৃত্ব দেবেন। এই সময়ে শাই হোপকে পুরানের সহ-অধিনায়ক হিসেবে রাখার সুপারিশ করা হয়েছে।

দলের নেতৃত্ব পেয়ে উচ্ছ্বসিত পুরান বলেছেন, ‘ওয়েস্ট ইন্ডিজ দলের অধিনায়ক নিযুক্ত হতে পেরে আমি সত্যিই গর্বিত। এটি সত্যিই একটি মর্যাদাপূর্ণ ভূমিকা। ওয়েস্ট ইন্ডিজে ক্রিকেট অনেক বড় সম্মানের খেলা। কারণ ক্রিকেট হল সেই শক্তি যা আমাদের ওয়েস্ট ইন্ডিজিকে একত্রিত করে। অধিনায়ক হিসেবে নাম লেখানো সত্যিই এখন পর্যন্ত আমার ক্যারিয়ারের সবচেয়ে বড় পাওয়া। আমি আমাদের ভক্ত-সমর্থকদের জন্য মাঠে দুর্দান্ত কিছু উপহার দেয়ার জন্য দলকে এগিয়ে নিয়ে যেতে চাই।’

অধিনায়ক হিসেবে পুরানের প্রথম সফর হবে আমস্টেলভিনে নেদারল্যান্ডসের বিপক্ষে আগামী ৩১ মে থেকে। রয়েছে তিনটি ওয়ানডে ম্যাচ যা আইসিসি বিশ্বকাপ সুপার লিগের অংশ।

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷