ঢাকা | শুক্রবার, ১৭ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১

সরকারের হস্তক্ষেপ পাকিস্তান ক্রিকেটের ক্ষতি করছে: আফ্রিদি

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১ মে ২০২২ ০০:২৪

পাকিস্তানের সাবেক তারকা শহীদ আফ্রিদি। ছবি সংগৃহীত পাকিস্তানের সাবেক তারকা শহীদ আফ্রিদি। ছবি সংগৃহীত

প্রধানমন্ত্রী হিসেবে ইমরান খানের বিদায়ের পর শঙ্কায় আছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের কর্তারা। সরকার বদল হওয়ায় নতুন প্রধানমন্ত্রী হয়েছেন শাহবাজ শরীফ। এরপর থেকেই পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান রমিজ রাজার পদ থাকা নিয়ে শংকা তৈরি হয়েছে। কেননা পিসিবিতে বরাবরই রাজনৈতিক হস্তক্ষেপ চলে।

এবার পাকিস্তান ক্রিকেট বোর্ডকে স্বাধীন করার কথা বললেন শাহিদ আফ্রিদি। পাকিস্তানের সাবেক অধিনায়কের মতে, ক্রিকেট বোর্ডে সরকারের কোনোরকম হস্তক্ষেপ থাকা উচিত নয়।

আফ্রিদি বলেছেন, 'আমার মনে হয় সরকারের থেকে পিসিবির স্বাধীন থাকা উচিত। বোর্ডের চেয়ারম্যান বা সিইও নির্বাচনের ক্ষেত্রে সরকারের কোনোরকম নিয়ন্ত্রণ থাকা ঠিক নয়। পিসিবির সম্পূর্ণ স্বাধীন হওয়া উচিত। নিজস্ব নির্বাচন পদ্ধতি থাকা দরকার। তাতেও যেন সরকারি কর্তা-ব্যক্তিদের নিয়ন্ত্রণ না থাকে। ইমরান খান সরকারের পতনের পর রামিজ রাজার পিসিবি চেয়ারম্যান থাকা নিয়ে অনিশ্চয়তা প্রসঙ্গেই এই মন্তব্য করেছেন আফ্রিদি।

পাকিস্তানের প্রধানমন্ত্রী পদাধিকার বলে পিসিবির মুখ্য উপদেষ্টা হন। তিনি দুই জন প্রতিনিধিকে মনোনিত করেন। তাদের মধ্যে একজন বোর্ডের সাধারণ সমিতির ভোটে চেয়ারম্যান নির্বাচিত হন। দীর্ঘ দিন ধরে চলে আসা এই প্রথা বন্ধ হওয়া উচিত বলেই মনে করেন আফ্রিদি। সাবেক অলরাউন্ডারের মতে, এই বিষয়টি বন্ধ হওয়া উচিত এবং ভবিষ্যতে যাতে আবার ফিরে না আসতে পারে তা নিশ্চিত করা দরকার।

আফ্রিদি চান নতুন চেয়ারম্যান এসে এ বিষয়ে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করুন। আফ্রিদির ভাষায়, 'এই কারণেই পাকিস্তানের ক্রিকেট এত সমস্যার সম্মুখীন হয়। পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে বোর্ডের একটা বড় এবং গুরুত্বপূর্ণ ভুমিকা আছে। বোর্ড যদি নতুন কোনো পদ্ধতি নিয়ে আসে তাহলে যথেষ্ট সময় দেওয়া উচিত। সময় দিয়ে দেখা উচিত সেটা ঠিকঠাক কাজ করছে কিনা। '

 

-নট আউট/এমাআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷