ঢাকা | শুক্রবার, ১৭ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১

জিম্বাবুয়ের আন্তর্জাতিক ব্যস্ত সূচি প্রকাশ

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২২ ২১:২৪

জিম্বাবুয়ে ক্রিকেট। ফাইল ছবি জিম্বাবুয়ে ক্রিকেট। ফাইল ছবি

নট আউট ডেস্কঃ আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইয়ের আগে একগাদা সিরিজের সূচি প্রকাশ করেছে জিম্বাবুয়ে ক্রিকেট। আগামী মাস চারেক আন্তর্জাতিক ব্যস্ততায় সময় পার করবে দেশটি। এই সময়ে দক্ষিণ আফ্রিকা 'এ' দল, নামিবিয়া ও আফগানিস্তান দল জিম্বাবুয়ে সফর করবে। এছাড়া জিম্বাবুয়ে 'এ' দল যাবে নেপাল সফরেও।

জিম্বাবুয়ে ক্রিকেট সম্প্রতি তাদের আন্তর্জাতিক সূচি প্রকাশ করেছে। যেখানে চলতি মাসে দেশটিতে সফর করতে আসবে দক্ষিণ আফ্রিকা 'এ' দল। সফরে ৩টি ওয়ানডের সঙ্গে ৫টি টি-টোয়েন্টি খেলবে প্রোটিয়ারা। আগামী ২৫ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত চলবে এই সিরিজ। এরপর ঘরের মাঠে নামিবিয়াকে আতিথ্য দিবে জিম্বাবুয়ে। সফরে ৫টি টি-টোয়েন্টি খেলবে নামিবিয়া। আগামী ১৭ থেকে ২৪ মে পর্যন্ত চলবে এই সিরিজ।

নামিবিয়ার পর ওয়ানডে ও টি-২০ সিরিজ খেলতে আফগানিস্তান আসবে জিম্বাবুয়ে সফরে। সফরে ৩টি ওয়ানডে ও ৫টি টি-টোয়েন্টি খেলবে আফগানরা। আগামী ১২ জুন থেকে ২৭ জুন পর্যন্ত চলবে সিরিজটি। এছাড়া চলতি মাসের শেষ দিকে জিম্বাবুয়ে 'এ' দল যাবে নেপাল সফরে। সফরে তিনটি ওয়ানডের সঙ্গে তিনটি টি-টোয়েন্টিও খেলবে সফরকারীরা।

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷