মাঠে তানজিম সাকিবের পানি খাওয়া প্রসঙ্গে যা বললেন মুশফিক
প্রকাশিত: ১৪ মার্চ ২০২৪ ১০:৫০

নট আউট ডেস্কঃ ধর্মীয় ইস্যুতে বরাবরই সজাগ থাকতে দেখা যায় পেসার তানজিম হাসান সাকিবকে। ফেসবুক পোস্টের কারণে ইতমধ্যে হয়েছেন আলোচিত। বাংলাদেশ-শ্রীলঙ্কা প্রথম ওয়ানডেতে তাই অনেকের চোখ ছিল এই পেসারের ওপর। সাকিব রোজা রাখছেন কি না তাই দেখতে চেয়েছে কেউ কেউ। বল হাতে দাপট দেখানো ক্লান্ত সাকিব যখন পানি পান করেন তখনই তাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় আলোচনা। যেই আলোচনা ঠাঁই পেয়েছে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনেও।
ম্যাচ জিতে সংবাদ সম্মেলনে এসেছিলেন মুশফিকুর রহিম। এক পর্যায়ে মুশফিককে প্রশ্ন করা হয় সাকিব ইস্যুতে।
জবাবে মুশফিক খানিক হেসে বলেন, 'আপনারাও অনেক সময় এরকম করে লেখেন। অন্যান্য মানুষও ভিন্ন কোনো ইস্যুতে লিখতে পারে। আমি সবসময় ভালোটা প্রত্যাশা করব, আপনিও সবসময় ভালো লিখবেন ব্যাপারটা এমন না। একেক মানুষ একেকভাবে চিন্তা করতে পারে, দেখতে পারে, বলতে পারে। ওর প্রেক্ষাপট কী সেটা ভিন্ন। আমিও কিন্তু ওরকম জানি না।'
চট্টগ্রামে আবহাওয়া পেসারদের জন্য কঠিন ছিল বলে মনে করিয়ে দিয়েছেন মুশফিক। বলেছেন, ‘যেটা বললেন ওর (সাকিব) অবস্থাটা কী, সেটা কিন্তু ভিন্ন। কারণ, স্বাভাবিক আজকে যেরকম গরম ছিল, ওর জন্য একটু কঠিন ছিল, ক্র্যাম্প হচ্ছিল। পেস বোলারদের জন্য এটা আরও অনেক কঠিন। আপনি যদি খেয়াল করেন, আজকে প্রায় দু-তিনজনের ক্র্যাম্প হচ্ছিল। এটা মানুষের যার যার ব্যক্তিগত মন্তব্য।’
-নট আউট/এমআরএস
প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ
ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের
জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ
৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।

আপনার মূল্যবান মতামত দিন: