ঢাকা | মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১

কনফিডেন্স ছিল আমি পারব: জাকের

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৫ মার্চ ২০২৪ ১০:৩৮

অবিশ্বাস্য ইনিংস খেলেন জাকের। ছবি: বিসিবি অবিশ্বাস্য ইনিংস খেলেন জাকের। ছবি: বিসিবি

নট আউট ডেস্কঃ এশিয়ান গেমস আন্তর্জাতিক ক্রিকেটের মর্যাদা পাওয়ায় গত বছরই জাতীয় দলে অভিষেক হয়ে যায় জাকের আলি অনিকের। যদিও গতকাল(৪মার্চ) ছিল জাতীয় দলের জার্সিতে নিজের প্রথম ম্যাচটাই। অভিষেক ম্যাচে ব্যাট হাতে আলোও ছড়ান মিডল অর্ডার ব্যাটার। বাংলাদেশকে প্রায় হারতে বসা ম্যাচে প্রায় জিতিয়েই আনেন তিনি। তবে, ভাগ্যটা এদিন ছিল না জাকেরের পক্ষে। ইনিংসের শেষ ওভারে উড়িয়ে মারতে গিয়ে জাকিরের ফিরেন বাউন্ডারি লাইনে ধরা পড়ে, ম্যাচটাও বাংলাদেশ হারে তীরে এসে।

দল হারলেও বেশ প্রশংসা কুড়াচ্ছেন এই তারকা ব্যাটার। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে জাকের তাই খালি একটা কথাই বলেছেন, জিততে পারলো ভালো লাগতো। বাংলাদেশ জিততে পারলে অবশ্য নায়কই বনে যেতেন জাকের। ওভার প্রতি বাংলাদেশের যখন প্রয়োজন ছিল ১৩ কিংবা ১৪ রান করে। ঠিক তখনই অসাধ্য সাধনের চেষ্টা করেন তিনি৷ লঙ্কানদের বিপক্ষে এদিন দুইশ স্ট্রাইকরেটে ৩৪ বলে ৬৮ রানের ইনিংস খেলেন জাকের। যদিও দল হারায় জাকের এমন ইনিংসও যায় বিফলে।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে জাকের বলেন, 'রিশাদকে বলেছিলাম জাস্ট চেষ্টা করে আমাকে স্ট্রাইক দেওয়ার। দুর্ভাগ্যজনকভাবে ওর উইকেটটা পড়ে যায়। আমি তো তারপরও স্ট্রাইকে ছিলাম, যখন ৪ বলে ১০ লাগতো। কনফিডেন্স ছিল ইনশাআল্লাহ পারব। যেহেতু পুরো ইনিংসটা ভালো যাচ্ছিল। কানেক্ট হয়নি, হাতে চলে গেছে।’

প্রায় অসম্ভব একটা ম্যাচ। হাতের নাগালের বাইরে চলে যাওয়ায় পরও জাকেরের অবিশ্বাস্য ব্যাটিংয়ে ম্যাচে ফিরে বাংলাদেশ। ম্যাচটা প্রায় জিতিয়েই ফেলেছিলেন জাকের। তবে, এমন ম্যাচ হারায় স্বাভাবিকভাবেই খারাপ লাগা কাজ করছে জাকেরের। সংবাদ সম্মেলনে অকপটে তা স্বীকারও করেন তিনি। জাকের আরও বলেছেন,‘চেহারা দেখেই তো বুঝতে পারছেন, আমি কেমন আছি। হারটা সবসময়ই বেদনার। ফাইনাল (বিপিএল) হেরে আসছি। রাতে ঘুম হয়নি। দেশের হয়ে জিততে পারলে আরেকটু ভালো লাগতো। আমি ভেঙে পড়ব না। অবশ্যই কিভাবে জেতা যায় পরের ম্যাচ। আর আমি মনে করি এই ম্যাচ থেকে আমাদের পাওয়ার অনেক কিছু আছে।'

 

-নট আউট/টিএ

 



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।