ঢাকা | বুধবার, ১৫ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১

মার-মার, কাট-কাট 'নীতিই' তামিমের শক্তি!

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১৮ আগস্ট ২০২৩ ১৭:১৩

ছবি সংগৃহীত ছবি সংগৃহীত

সবশেষ ইমার্জিং এশিয়া কাপে আলাদা নজড় কেড়েছিলেন ওপেনার তানজিদ হাসান তামিম৷ এছাড়াও ঘরোয়া ক্রিকেটে নিজেকে প্রমাণ করেছেন অনেক আগেই৷ এ দু'য়ের সংমিশ্রণে প্রথমবার জাতীয় দলের আঙিনায় এই তরুণ৷

আসন্ন এশিয়া কাপ স্কোয়াডে ডাক পেয়েছেন তামিম৷ একাদশে সুযোগ পেলে খেলতে চান ভয়হীন ক্রিকেট৷

বৃহস্পতিবার (১৭ আগস্ট) মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের অনুভূতির কথাও জানিয়েছেন তিনি।

তরুণ এই ক্রিকেটারের ভাষ্য, প্রথমত, আলহামদুলিল্লাহ যে জাতীয় দলে সুযোগ পেয়েছি। তারপরও এশিয়া কাপের মতো একটা মঞ্চে সুযোগ পেয়েছি। সিনিয়রদের সঙ্গে এর আগেও খেলা হয়েছে আমার। বিভিন্ন স্থানীয় টুর্নামেন্টগুলোতে, বিসিবি প্রেসিডেন্ট কাপ, সব জায়গাতেই খেলা হয়েছে। উপভোগ করছি অনেক।

নিজের মার-মার কাট-কাট খেলাটা এখন আন্তর্জাতিক ক্রিকেটে খেলতে পারবেন কি না প্রশ্নে এই ওপেনারের ভাষ্য, আমি এটা নিয়ে চিন্তা করছি না। কোন বোলার বল করছে, এটা নিয়ে আমি ভাবি না। আমি চেষ্টা করি বল দেখে খেলার।

তামিম আরও যোগ করেন, দেখুন, আমি এসব চিন্তা করে ব্যাটিংয়ে নামি না। মনের মধ্যে এটাই থাকে যে পজিটিভ ক্রিকেট খেলব। অনেকেই বলে আমি অনেক আক্রমণাত্মক ক্রিকেট খেলি। এই রকম না। আমি শুধু স্বাভাবিক থাকার চেষ্টা করি। আমার শক্তির ওপর বিশ্বাস রাখার চেষ্টা করি। আমি বিশ্বাস করি, আমার শক্তিতে এবং পজিটিভ খেলায়।



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।