ঢাকা | বুধবার, ১৫ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১

‘বাংলাদেশের বিশ্বকাপ জয়ে ভালো সুযোগ’

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২৬ জুন ২০২৩ ১৭:০১

ছবি সংগৃহীত ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠিতব্য আইসিসি ওয়ানডে বিশ্বকাপে টাইগারদের জয়ের ভালো সম্ভাবনা দেখছেন বাংলাদেশ নারী দলের প্রধান কোচ হাসান তিলকরত্নে।

রোববার মিরপুরে বাংলাদেশ নারী দলের অনুশীলন শেষে কোচ তিলকরত্নে বলেন, বিশ্বকাপ শিরোপার দাবিদার দলগুলোর মধ্যে বাংলাদেশ একটি। পুরো পথ পাড়ি দিয়ে বিশ্বকাপ জেতার জন্য তাদের দলে সব ধরনের উপকরণ আছে। তাদের নিজেদের ওপর বিশ্বাস রাখতে হবে এবং একসঙ্গে থেকে একে অপরকে সাহায্য করতে হবে। আমি নিশ্চিত, এই দলের বিশ্বকাপ জেতার সব উপকরণ আছে।

শ্রীলংকার ১৯৯৬ সালের বিশ্বকাপ জয়ের অন্যতম সদস্য ছিলেন তিলকরত্নে। ৫৫ বছর বয়সি সাবেক এই তারকা আরও বলেন, ক্রিকেট খুবই অনিশ্চয়তার খেলা। ১৯৯৬ সালে কেউ আশা করেনি আমরা জিতব। তবে যা-ই হোক, এখানে বিষয়টা হলো নির্দিষ্ট দিনে সেরা ক্রিকেটটা খেলা। আমি যেমনটা বললাম, বাংলাদেশের এই দলটি খুব ভালো। তরুণ ও অভিজ্ঞ মিলে ভালো দল। তারা যদি কন্ডিশন বুঝতে পেরে একসঙ্গে খেলতে পারে, বিশ্বকাপ জেতার ভালো সুযোগ রয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।