ঢাকা | বৃহঃস্পতিবার, ১৬ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১

কঠোর পরিশ্রম ও আগ্রহে বিশ্বাস চৌধুরীর

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২৩ ০১:১৭

ছবি সংগৃহীত ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ আসন্ন আয়ারল্যান্ডের বিপক্ষে দলে সুযোগ পেয়েছেন মৃত্যুঞ্জয় চৌধুরী। বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও হয়ে উঠতে পারেন অধিনায়কের হাতিয়ার। জাতীয় দলের বর্তমান আবহে টিকে থাকতে হলে পারফরম্যান্সের বিকল্প কিছু যে নেই তা জানা রয়েছে মৃত্যুঞ্জয়ের। তবে পারফরম্যান্স ভাগ্যের হাতে ছেড়ে দিয়ে কঠিন পরিশ্রম ও নিজের আগ্রহে বিশ্বাস রাখছেন এই তরুণ। 

 

দলের সাথে অনুশীলন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে মৃত্যুঞ্জয় বলেন, ‘আমার জন্য একটা রোমাঞ্চকর মুহূর্ত বলা যায়। দলের ভেতরে থেকে সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে এভাবে অনুশীলন করা হয়নি। এটা বড় একটা অর্জন। ভালো লাগাও কাজ করেছে। নতুন কিছু শিখতে পারছি। সে হিসেবে দিনটা ভালো গেছে।’

 

ইনজুরিতে থাকায় তাসকিনের জায়গায় মৃত্যুঞ্জয়কে দলে রেখেছে নির্বাচক প্যানেল। ক্রিকেট পাড়ার অনেকের মতে আবার মুস্তাফিজের বিকল্পও তিনি। কেননা পেসার শরিফুলও খুব একটা ছন্দে নেই। খেল হারিয়ে নিজেকে খুঁজছেন মুস্তাফিজুর রহমানও। 

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।