ঢাকা | বুধবার, ১৫ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১

উঠে যাচ্ছে টিম ডিরেক্টর পদ ?

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১১ এপ্রিল ২০২৩ ০২:০০

ছবি সংগৃহীত ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। না! আনুষ্ঠানিকভাবে ক্রিকেটের এই নিবেদিতপ্রাণকে ডিরেক্টর পদ থেকে অব্যাহতি দেওয়া হয়নি। তবে সবশেষ বছরে ঘরের মাঠে অনুষ্ঠিত ভারত সিরিজ থেকেই এই পদে নেই সুজন। চলতি বছর ইংল্যান্ডের পর আয়ারল্যান্ড সিরিজেও দেখা মেলেনি সুজনের। 

 

ভারতের বিপক্ষে সিরিজে টিম ডিরেক্টর নিয়ে বিসিবি জানিয়েছিল, দল দেশের বাইরে গেলে তখন সুজনকে এই দায়িত্ব দিয়ে আবারও পাঠানো হবে। তবে আগামী মাসে ইংল্যান্ডের মাটিতে অনুষ্ঠিতব্য আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজেও দলের সঙ্গে থাকছেন না তিনি।

 

খালেদ মাহমুদের 'টিম ডিরেক্টর' না থাকার বিষয়টি আজ নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট পরিচালনা কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। তার ভাষায়, 'উনি (সুজন) এই সিরিজে থাকবেন না'।

 

ক্রিকেট পাড়ার গুঞ্জন বর্তমান হেড কোচের সঙ্গে সম্পর্ক মধুর হলেও হেড কোচ এই পদের প্রয়োজনীয়তা দেখছেন না। 

 

উল্লেখ্য, আগামী ৯, ১২ ও ১৪ মে ইংল্যান্ডের চেমসফোর্ডে বাংলাদেশ-আয়ারল্যান্ডের মধ্যকার তিনটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে। সবগুলো ম্যাচ শুরু বাংলাদেশ সময় দুপুর ৩টা ৪৫ মিনিটে।

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।