ঢাকা | বৃহঃস্পতিবার, ১৬ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১

টি-টোয়েন্টিতে বড় দল হওয়ার পথে বাংলাদেশ

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৩০ মার্চ ২০২৩ ১৫:৩৫

ছবি সংগৃহীত ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ ক্রিকেটের ওয়ানডে সংস্করণে সমীহ জাগানি দল বাংলাদেশ। এবার একই ভাবে টি-টোয়েন্টি ক্রিকেটেও প্রতিপক্ষের বুকে ভয় ধরানোর পথে দলটি। ইংল্যান্ডের বিপক্ষে ৩-০ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর আয়ারল্যান্ডকে একই ব্যবধানে হারানোর সুযোগ সাকিবদের সামনে। পারফরম্যান্সের ধারাবাহিকতা জানান দিচ্ছে বড় দল হওয়ার পথে রয়েছে বাংলাদেশ। 

বোলিং, ব্যাটিং কিংবা ফিল্ডিং অথবা প্রেস কনফারেন্স, সবজায়গাই পরিপক্কতার পরিচয় দিচ্ছেন খেলোয়াড়রা। দলের এমন পারফরম্যান্সে দারুণভাবেই খুশি অধিনায়ক সাকিব আল হাসান। 

সাকিব বলেন, ‘শেষ কয়েকটি ম‌্যাচে আমাদের পারফরম‌্যান্সের যে ধারাবাহিকতা ছিল সেটা ধরে রাখতে চেয়েছিলাম। মাঠে সেটা করতে পেরেছি। বড় দল হতে হলে অবশ‌্যই মাঠে গিয়ে প্রথম বল থেকেই নিজেদের মেলে ধরতে হবে। আমরা সেটাই আলোচনা করেছি এবং সেভাবেই খেলেছি।’

১ ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত হলেও টাইগার অধিনায়কের পাখির চোখ তৃতীয় ম্যাচেও। সেই ম্যাচটিও নিজেদের করে নিতে চান সাকিব। সিরিজ জয়ে শেষ ম্যাচে বেশ কিছু পরিবর্তনের আভাস দিয়েছেন অধিনায়ক।

এ প্রসঙ্গে সাকিব বলেন, ‘ইংল‌্যান্ড ও অস্ট্রেলিয়ার মতো দলগুলো ২-০ হওয়ার পর চেষ্টা করে প্রতিপক্ষকে ৩-০ ব‌্যবধানে হারাতে। আমরাও সেটা চেষ্টা করব। নতুন কয়েকজন খেলোয়াড়কে পরীক্ষা করে দেখতে পারি। যদিও তারা ভালো করতে ক্ষুধার্ত থাকবে।’

আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ব্যাট-বল উভয় বিভাগে দুর্দান্ত ছিলেন অধিনায়ক নিজেই। ২২ রানে ৫ উইকেট নিয়ে টপকে গেছেন নিউজিল্যান্ড পেসার টিম সাউদিকে। চলমান প্রক্রিয়ায় আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে উইকেটের বিচারে সাকিব বর্তমানে সবার উপরে। 

নিজের কীর্তি নিয়ে সাকিব বলেন,‘বাংলাদেশি কেউ শীর্ষে আছে, এতে আমি অবশ্যই খুশি।’

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।