ঢাকা | বৃহঃস্পতিবার, ১৬ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১

রনির সঙ্গে জমেছে লিটনের রসায়ন

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৩০ মার্চ ২০২৩ ০৫:৩০

চট্টগ্রামে আজ ১২৪ রানের রেকর্ড জুটি গড়েন লিটন-রনি। গেটি ইমেজ চট্টগ্রামে আজ ১২৪ রানের রেকর্ড জুটি গড়েন লিটন-রনি। গেটি ইমেজ

নট আউট ডেস্কঃ এক ম্যাচ বাকি থাকতেই বাংলাদেশের কাছে টি-টোয়েন্টি সিরিজ খুইয়েছে সফরকারী আয়ারল্যান্ড। দুই ম্যাচেই টাইগারদের জয়ের ভিতটা গড়ে দিয়েছিলেন দুই ওপেনার লিটন দাস ও রনি তালুকদার। প্রথম ম্যাচে পাওয়ারপ্লেতে ৮১ রান তুলে রেকর্ড গড়া লিটন-রনির জুটি দ্বিতীয় টি-টোয়েন্টিতে ছাড়িয়েছে শতকের গণ্ডি।

এই ম্যাচেই আবার নয়া রেকর্ড গড়েছে এই জুটি। দ্বিতীয় টি-টোয়েন্টিতে প্রথম উইকেটে এই দু'জন যোগ করেছেম ১২৪ রান। যা বাংলাদেশের টি-টোয়েন্টি ইতিহাসে উদ্বোধনী জুটিতে সর্বোচ্চ রানের জুটি। এর আগের জুটিটা ছিল সৌম্য সরকার আর নাইম শেখের। ২০২১ সালে জিম্বাবুয়ের ১০২ রানের জুটি গড়েছিলেন তারা। এদিন লিটন-রনি জুটি সেটি ভেঙে গড়েন নয়া জুটি।

বলা যায় রনি তালুকদারের সঙ্গে ওপেনিং জুটি বেশ জমেই উঠেছে লিটন দাসের। অ্যাপ্রোচ বদলে নতুন ধাঁচের ক্রিকেটে যেন সফলতা পাচ্ছে এই জুটি। যার প্রভাব পড়ছে বাংলাদেশের পারফর্মেন্সেও। সংবাদ সম্মেলনে অবশ্য লিটনের কাছে জানতে চাওয়া হয়েছিল। উদ্বোধনী জুটির সঙ্গী বদলে গেছে মাঠের পারফরম্যান্সও?

এ প্রশ্নের জবাবে রীতিমতো ক্ষুব্ধই হয়েছেন লিটন দাস। অনেকটা রাগান্বিত সুরের লিটন বলেছেন, ‘আপনারা যে কোনো সময় যখন প্রশ্ন করেন, পেছনের কথা কেন টানেন? নতুন যে জিনিসটা হচ্ছে, এটা কি ভালো লাগছে না? দুই বছর, এক বছর আগের জিনিস টানার তো কোনো দরকার নেই। এখন ভালো খেলছি। এই জুটিটা কতটা যেতে পারে, দেখি।’

সঙ্গী হিসেবে ওপেনিংয়ে রনি কেমন? সেটা জানতে চাওয়া হলে একবাক্যে লিটন বলেছেন, ‘তার (রনি তালুকদার) সাথে ব্যাটিং করে অনেক মজা পাচ্ছি।’

যে শুরু আমরা এনে দিয়েছি, আমার মনে হয় টি-টোয়েন্টিতে ওপেনিংয়ে এটাই সর্বোচ্চ। এর চেয়ে বড় কিছু তো আর হতে পারে না। এখন টানা প্রতিটা ম্যাচেই আপনি এই সাফল্য পাবেন না, যে যাবো আর দুইজনই হিট করা শুরু করব। এমন সময় আসবে যে, ভুগতেও হতে হবে।’ যোগ করে বলেছেন তিনি।

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।