ঢাকা | বৃহঃস্পতিবার, ১৬ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১

আয়ারল্যান্ড-আফগানিস্তান সিরিজে নজর বাংলাদেশের 

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৬ মার্চ ২০২৩ ০১:১৮

ছবি সংগৃহীত ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ দীর্ঘ ৭ বছর পর ঘরের মাঠে ওয়ানডে সিরিজ হেরেছে বাংলাদেশ। বিশ্বকাপ বছরের শুরুতে যা বড় ধাক্কা দলের জন্য। ইংল্যান্ডের বিপক্ষে এমন হারের পর বাংলাদেশের লক্ষ্য আয়ারল্যান্ড ও আফগানিস্তান সিরিজের দিকে। 

চট্টগ্রামে সংবাদমাধ্যমে আলাপকালে রঙ্গনা হেরাথ বলেন, 'আমরা ইতোমধ্যে ইংল্যান্ডের কাছে দুই ম্যাচ হেরেছি। আমাদের ঘুরে দাঁড়ানোর পথ খুঁজতে হবে এখান থেকে। সামনে বিশ্বকাপ, আমাদের হাতে দুইটি সিরিজ আছে আয়ারল্যান্ড এবং আফগানিস্তান। বিশ্বকাপ সামনে রেখে আমাদের সর্বোচ্চ সামর্থ্য দেখাতে হবে।'

ইংল্যান্ড সিরিজ শেষে বাংলাদেশের মিশন আয়ারল্যান্ড সিরিজ। বাংলাদেশ সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে আইরিশরা। বাংলা সফরে একটি টেস্টও খেলবে সফরকারীরা। 

 

এছাড়া আগামী জুন-জুলাইয়ে বাংলাদেশ সফরে আসবে আফগানিস্তান। ওয়ানডে বিশ্বকাপের আগমুহূর্তে নিউজিল্যান্ডকে আতিথ্য দেওয়ার সুযোগও আছে বাংলাদেশের সামনে।

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।