ঢাকা | মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১

সাত বছর পর বাংলাদেশ সফরে আসছে ইংল্যান্ড

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০২২ ০৫:৪৬

বাংলাদেশ সফরে আসছে ইংলিশরা। ফাইল ছবি বাংলাদেশ সফরে আসছে ইংলিশরা। ফাইল ছবি

নট আউট ডেস্কঃ দীর্ঘ সাত বছর পর আগামী বছরের ফেব্রুয়ারিতে বাংলাদেশ সফরে আসছে ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দল। সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে ইংলিশরা। 

এক বিবৃতিতে বাংলাদেশ সফরে আসার বিষয়টি নিশ্চিত করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। এর আগে ২০১৬ সালে সবশেষ বাংলাদেশ সফর করেছিল জস বাটলাররা।

সব ঠিক থাকলে ২০২৩ সালের ফেব্রুয়ারির শেষ সপ্তাহে বাংলাদেশ সফরে আসবে ইংল্যান্ড দল। আগামী ১ মার্চ প্রথম ওয়ানডে দিয়ে মাঠে গড়াবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সিরিজের বাকি দুই ওয়ানডে অনুষ্ঠিত হবে ৩ ও ৬ মার্চ। সিরিজের প্রথম দুই ওয়ানডে গড়াবে ঢাকায়, অন্যটি চট্টগ্রামে। 

এদিকে ৯ মার্চ থেকে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সিরিজের বাকি দুই টি-টোয়েন্টি হবে আগামী ১২ ও ১৪ মার্চ। সিরিজের প্রথম টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে চট্টগ্রামে, বাকি দুটি অনুষ্ঠিত হবে ঢাকাতে।

ওয়ানডে সিরিজের আগে ইংল্যান্ড দল খেলবে দুটি প্রস্তুতি ম্যাচ। ২০১৬ সালে সবশেষ বাংলাদেশ সফরে এসে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতেছিল ইংলিশরা। তবে, দুটি টেস্টের সিরিজ বাংলাদেশের সঙ্গে করতে হয়েছিল ভাগাভাগি। 

 

-নট আউট/টিএ

 



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।