ঢাকা | সোমবার, ১৩ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১

ফলাফল নিয়ে ভাবছি না : সোহান

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৬ অক্টোবর ২০২২ ০৩:০৬

নুরুল হাসান সোহান। ছবি সংগৃহীত নুরুল হাসান সোহান। ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ দিন দুয়েক পর শুরু হচ্ছে ত্রিদেশীয় সিরিজ। বিশ্বকাপের আগে স্বাভাবিকভাবেই টাইগারদের প্রস্তুতির বড় মঞ্চ। তবে এই মঞ্চের আগে এখনও দলের সাথে যোগ দেননি অধিনায়ক সাকিব আল হাসান। যার ফলে দায়িত্ব পড়েছে সাকিবের ডেপুটি নুরুল হাসান সোহানের কাঁধে। ট্রফি উন্মোচন থেকে শুরু করে দলের লক্ষ্যের কথা জানাতে হয়েছে এই উইকেট রক্ষক ব্যাটারকে। সিরিজের দলের পরিকল্পনার কথা জানাতে গিয়ে সোহান জানিয়েছেন ফলাফল নিয়ে ভাবছে না তার দল।  

 

সোহান বলেন, ‘আমাদের দলের পরিবেশ খুবই ভালো। সবার কাছে একটা মেসেজই যাচ্ছে যে, আমরা যেন ম্যাচের ফলাফল নিয়ে চিন্তা না করি। আমরা একটা প্রসেসের মধ্যে আছি। ফলাফল কী হবে সেটা নিয়ে আগেই প্রেডিক্ট করার কোনো অপশন থাকবে না। ব্যক্তিগত কথা চিন্তা না করে আমরা যেন দল হিসেবে খেলতে পারি। ’

 

সোহান আরো বলেন, ‘ব্যক্তিগত অর্জনের চেয়ে দলীয় পারফর্মটা বেশি গুরুত্বপূর্ণ আমাদের কাছে। সবাই খুব কঠোর পরিশ্রম করছে। অবশ্য আশা করব ফলাফলটা যাতে পজিটিভ হয়।

সোহান ফলাফল নিয়ে না ভাবলেও দিন দুয়েক আগে দলের ব্যাটিং কোচ জেমি সিডন্স জানিয়েছে পাকিস্তান ও নিউজিল্যান্ডকে বড় ধরনের চ্যালেঞ্জ জানাতে পারবে টাইগাররা। এদিকে আগামী ৯ অক্টোবর দলের সাথে যোগ দেওয়ার কথা রয়েছে পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ডের। 

 

উল্লেখ্যঃ ত্রিদেশীয় সিরিজের প্রথম দিন অর্থাৎ ৭ অক্টোবর বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। 

 

-নট আউট/এমআরএস

 



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।