ঢাকা | রবিবার, ১৯ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

দুবাইয়ে বিশ্বকাপের সেরা প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ : হেরাথ

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২২ ১৯:৩৭

রঙ্গনা হেরাথ। ছবি সংগৃহীত রঙ্গনা হেরাথ। ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ আগামী মাসে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির মঞ্চ হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বেছে নিয়েছে সংযুক্ত আরব আমিরাতকে। দুবাইয়ে অনুশীলনের পাশাপাশি আরব আমিরাতের বিপক্ষে দুইটি টি-টোয়েন্টি ম্যাচও খেলবে নুরুল হাসান সোহানের নেতৃত্বে বাংলাদেশ দল। বিশ্বকাপের আগে এই প্রস্তুতি কাজে আসবে বলেও বিশ্বাস দলটির স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথের। 

 

 

বিসিবির পাঠানো ভিডিও বার্তায় হেরাথ বলেন, 'সত্যিকার অর্থে এখানে সুযোগ-সুবিধা অন্যতম সেরা। এশিয়া কাপে আমরা যে সুবিধাগুলো পেয়েছিলাম, এখানেও তাই পাচ্ছি। আমি বিশ্বাস করি, বিশ্বকাপের আগে আমাদের জন্য এটাই সেরা প্রস্তুতি। যে দুটি ম্যাচ হওয়ার কথা আছে, আমার বিশ্বাস ছেলেরা সেই সুযোগটা নেবে। দুর্ভাগ্যবশতঃ সাকিব খেলবে না। তবে এই সুযোগে বাকিরা ভালো ক্রিকেট খেলবে বলে আশা করি। '

 

আরও পড়ুনঃ ইংল্যান্ডের রান পাহাড়ে পিষ্ট হলো পাকিস্তান

তিনি  যোগ করেন, 'আরব আমিরাতও এই সময়ে ভালো ক্রিকেট খেলছে। আশা করি দারুণ একটা সিরিজ হতে যাচ্ছে। সেইসঙ্গে বিশ্বকাপে ভালো করার জন্য দারুণ প্রস্তুতিও হবে। বিশ্বকাপ সামনে রেখে এই ক্যাম্পে আমাদের সঠিক অনুশীলনের প্রয়োজন ছিল। একটা দল হিসেবে ট্রেনিং ক্যাম্পে থাকাটা খুব গুরুত্বপূর্ণ। আমি নিশ্চিত, ছেলেরা খুব ভালোভাবে নিজেদের ঝালিয়ে নিতে পারবে। '

উল্লেখ্যঃ আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশ দুই ম্যাচ খেলবে যথাক্রমে ২৫ ও ২৭ সেপ্টেম্বর।

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।