ঢাকা | বুধবার, ১৫ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১

মারা গেলেন বিসিবির সাবেক পরিচালক শফিকুর রহমান মুন্না

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২৩ আগস্ট ২০২২ ২২:৩৫

ফাইল ছবি ফাইল ছবি

নট আউট ডেস্কঃ বিসিবির সাবেক পরিচালক শফিকুর রহমান মুন্না আর নেই। ক্যান্সার আক্রান্ত অবস্থায় মঙ্গলবার (২৩ অগাস্ট) শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। আজ বাদ আসর গুলশানের আজাদ মসজিদে মুন্নার জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। 

 

স্বাধীনতার পর ঢাকার ক্লাব ক্রিকেটকে আকর্ষণীয় করতে বড় ভূমিকা রেখেছিলেন। এছাড়াও দেশের ক্রিকেটের নামী ও সফল সংগঠক ছিলেন তিনি। জন্মগতভাবেই ক্রীড়া পরিবারের সন্তান মুন্না ৭০‘র মাঝামাঝি ঢাকার ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের ক্রিকেট সম্পাদক ও ম্যানেজার ছিলেন। 

 

দেমের ক্লাব ক্রিকেটে ক্রিকেটারদের পারিশ্রমিক বৃদ্ধিতে তিনি কার্যকর ভূমিকা রেখেছিলেন। ক্রিকেট উন্নয়নে দারুণ ভাবে কাজ করার পুরস্কার স্বরূপ বাংলাদেশ ক্রিকেট বোর্ডে শীর্ষ কর্তাদের একজন হয়ে উঠেছিলেন। 

১৯৯১ সালে প্রয়াত লেঃ কর্নেল মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে হওয়া বিসিবির নির্বাহী কমিটির অন্যতম শীর্ষ কর্তা ছিলেন শফিকুর রহমান মুন্না। এরপর ২০০১ থেকে ২০০৬ সালেও তিনি বিসিবির নির্বাহী কমিটির অন্যতম বড় কর্তা হিসেবে কাজ করেছেন।

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।