ঢাকা | বৃহঃস্পতিবার, ১৬ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১

যদি মনে করি কেউ এসে বদলে দিবে, তাহলে বোকার রাজ্যে বাস করছি

স্পেশাল করেসপন্ডেন্ট
প্রকাশিত: ২১ আগস্ট ২০২২ ০৫:১২

সাকিব আল হাসান। ফাইল ছবি সাকিব আল হাসান। ফাইল ছবি

স্পেশাল করেসপন্ডেন্টঃ এশিয়া কাপ দিয়েই সাকিব আল হাসানের নেতৃত্বের নতুন মিশন শুরু হচ্ছে। বাংলাদেশ টি-২০ দলের অধিনায়কত্বের এই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত তিনি। তবে সাকিবের চোখ বিশ্বকাপে, এশিয়া কাপকে প্রস্তুতির আবহই মনে করছেন তিনি।

টি-২০ দলের নতুন টেকনিক্যাল ডিরেক্টর শ্রীধরণ শ্রীরামের কাছে এখনই বড় কিছু আশা করছেন না অধিনায়ক। তার মতে, কেউ এসে হুট করে বাংলাদেশ দলকে বদলে দিবে, তা মনে করাই আসলে বোকার রাজ্যে বসবাস করা।

বাংলাদেশকে নেতৃত্ব দিতে মুখিয়ে সাকিব। শনিবার এক অনুষ্ঠানে তিনি বলেছেন, ‘দেশকে প্রতিনিধিত্ব করতে পারা তো সব সময়ই গর্বের বিষয়। তাই আমি খুবই আনন্দিত, এক্সাইটেড এবং নতুন চ্যালেঞ্জের জন্য নিজেকে প্রস্তুত মনে করি।’ 

ব্যক্তিগতভাবে এশিয়া কাপে বড় লক্ষ্য নিয়ে যাচ্ছেন না সাকিব। আজ বাঁহাতি এই অলরাউন্ডার বলেছেন, ‘আমার কাছে কোন লক্ষ্য নেই। আমার লক্ষ্য হচ্ছে বিশ্বকাপে যেয়ে যেন আমরা ভালো করতে পারি। তার প্রস্তুতি হিসেবে এগুলো।'

তিনি আরও যোগ করেন, ‘আমি যদি মনে করি যে একদিন দুদিনে কিছু বদলে দিতে পারব কিংবা অন্য কেউ এসে বদলে দিবে তাহলে আমরা আসলে বোকার রাজ্যে বাস করছি।’

ভারতীয় কোচ শ্রীরামের টি-২০ তে অভিজ্ঞতা অনেক। অস্ট্রেলিয়ায় অনেক বছর ধরেই থাকেন তিনি। তাই তার অভিজ্ঞতা বিশ্বকাপেই কাজে লাগবে মনে করেন সাকিব। তিনি বলেন, ‘আমরা মনে হয় না খুব বেশি কিছু প্রত্যাশার আছে এখানে। যেহেতু সে (শ্রীরাম) অস্ট্রেলিয়ার মতো দলের সঙ্গে ৫ জন বছর ছিলেন, আর আমাদের বিশ্বকাপটাও অস্ট্রেলিয়াতে, তার অভিজ্ঞতা আমাদের কাজে আসবে। এশিয়া কাপে কতটুক আসবে বলাটা মুশকিল।’

 

-নট আউট/এমজেএ/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।