ঢাকা | বুধবার, ১৫ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১

শামীম-মুনিম পারলেন না, পারবেন তো ইমন?

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১৮ আগস্ট ২০২২ ১০:১৭

ফাইল ছবি ফাইল ছবি

নট আউট ডেস্ক: এশিয়া কাপের এবারের আসরে বাংলাদেশ দলে মাত্র দুজন ওপেনার৷ এনামুল হক বিজয়ের সাথে তরুণ তুর্কী পারভেজ হোসেন ইমন৷ বাংলাদেশকে যুব বিশ্বকাপ জেতানোয় বড় ভূমিকা রেখেছিলেন এই বাঁহাতি ব্যাটার৷ ঘরোয়া ক্রিকেটে ঝড় শতক হাকানোর কীর্তিও রয়েছে তার৷ সম্ভাবনা নিয়ে প্রশ্ন না থাকলেও শঙ্কা রয়েছে বড়়দের মঞ্চে টিকে থাকা নিয়ে!

পারভেজ হোসেন ইমন দলকে এবং নিজেকে কতদূর নিয়ে যাবেন সেই প্রশ্ন নিয়ে আপাতত মাতামাতি করার খুব একটা কিছু নেই৷ তবে বয়স ২০ বলেই সেই শঙ্কা থেকে প্রশ্ন করা যেতেই পারে স্থায়ী হবেন তো ইমন? শামীম হোসেন পাটোয়ারি এবং মুনিম শাহরিয়ার যা পারেননি তা পারবেন তো তিনি৷ পারবেন কিনা সেটি ভবিষ্যতে জানা যাবে তবে টিকে থাকতে সকলের সম্মিলিত অনুপ্রেরণা প্রয়োজন তা বর্তমানেই বলা যায়৷

সবশেষ জিম্বাবুয়ে সিরিজে টি-টোয়েন্টিতে অভিষেক ম্যাচে দুই রানে আউট হলেও ওপেনিংয়ে ইমনের প্রতি আস্থা রেখেছেন নির্বাচকরা৷ তার সামর্থ্যের প্রতি ভরসা করেছেন কর্তারা৷ আস্থা অর্জন যেমন করেছেন নিজের সক্ষমতায় তেমনি ধরে রাখতে হবে ধারাবাহিক পারফর্মেন্সে৷ কারন চিরন্তন সত্য বাংলার ক্রিকেটে জায়গা পাওয়া সহজ, তবে হারিয়ে ফেলে পাওয়া কঠিন৷

ঘরোয়া লিগে দূরন্ত পারফর্মেন্স করার পর জাতীয় দলে মলিনতায় ছিটকে যাওয়া খেলোয়াড়ের সংখ্যা নেহাত কম নয়৷ এই তালিকায় দুজন হচ্ছেন শামীম হোসেন পাটোয়ারি ও মুনিম শাহরিয়ার৷

ফিনিশারের দায়িত্বে জাতীয় দলে সুযোগ পাওয়া শামীমের ব্যাটিং পরিসংখ্যান হচ্ছে ১০ ম্যাচে রান সংখ্যা ১২৪, গড় ১৫.৫০৷ ব্যাট হাতে সর্বোচ্চ ৩১, স্ট্রাইক রেট ১১১৷ এমন পারফর্মেন্স করে জাতীয় দলে টিকে থাকার স্বপ্ন দেখা নিশ্চয়ই বিলাসিতার চেয়ে কম নয়৷ তবে সবকথার একটি তিনি যথেষ্ট সম্ভাবনাময় খেলোয়াড়৷

সবশেষ বিপিএলে আশার প্রদীপ হয়ে নিজেকে প্রজ্বলিত করা মুনিম শাহরিয়ারও খুব অল্প সময়ে জায়গা হারালেন জাতীয় দলে৷ মূলত বলার মত কোন কিছুই তৈরী করতে পারেননি তিনি৷ ফলে সুযোগ পাননি এশিয়া কাপ দলে৷ অথচ এশিয়া কাপে তিনিই হতে পারতেন অধিনায়কের বড় আস্থা৷ টি-টোয়েন্টি সংস্করণের এই ওপেনার ৫ ম্যাচে করেছেন ৩৪ রান৷ যেখানে ব্যক্তিগত সর্বোচ্চ ১৭, গড় ৭, ও স্ট্রাইকরেট ৭৩৷

 

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।