ঢাকা | মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১

বিজয়কে ওয়ানডেতে চাচ্ছেন পাপন, সুযোগের সম্ভাবনা কতটুকু?

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৫ আগস্ট ২০২২ ২০:৪৩

এনামুল হক বিজয়৷ ছবি সংগৃহীত এনামুল হক বিজয়৷ ছবি সংগৃহীত

নট আউট ডেস্ক: সবশেষ ঢাকা প্রিমিয়ার লিগে রেকর্ড গড়া এনামুল হক বিজয় জাতীয় দলে ডাক পেয়েছেন উইন্ডিজ সফরে৷ সেখানে টেস্ট এবং টি-টোয়েন্টি একাদশে সুযোগ পেলেও সুযোগ হয়নি ওয়ানডে সংস্করণে৷ এ নিয়ে আলোচনা-সমালোচনা শেষ হতে না হতেই শুরু হচ্ছে বাংলাদেশ-জিম্বাবুয়ে ওয়ানডে সিরিজ৷ আবারও ঘুরপাক খাচ্ছে সুযোগ পাবেন কি বিজয়৷

ওয়ানডেতে বিজয়কে সুযোগ দেওয়ার পক্ষ্যে অবশ্য স্বয়ং বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন৷ গতকাল সংবাদ সম্মেলনে তিনি বলেছিলেন, উইন্ডিজে টেস্টে খারাপ করায় তাকে (বিজয়) দোষ দেওয়ার কারন দেখি না৷ কারন সে ওয়ানডেতে ভালো করে দলে সুযোগ পেয়েছে৷ ওকে ওয়ানডেতেই সুযোগ দেওয়া উচিত৷

জিম্বাবুয়ের বিপক্ষে বিজয় প্রথম ম্যাচে সুযোগ পাবেন কি না তার জন্য অপেক্ষা করতে হবে মাত্র কয়েক ঘন্টা৷ উইন্ডিজের বিপক্ষে সিরিজ নিশ্চিতের পরেও টিম কম্বিনেশনের কারনে সুযোগ হয়নি তার৷ বিজয়কে খেলাতে হলে জায়গা ছাড়তে হবে নাজমুল হোসেন শান্তকে৷ গেল সিরিজে এই বামহাতি ব্যাটার খুব একটা ভালো না করায় সে জায়গায় বিজয়ের সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে৷

বাংলাদেশ ওয়ানডে দলে বর্তমানে পরিবর্তনের খুব একটা সুযোগ নেই বিশেষ করে উপরের দিকে৷ সাকিব আল হাসান না থাকায় সেই জায়গায় খেলার সুযোগ পাচ্ছেন শান্ত৷ ওপেনিংয়ে তামিমের সঙ্গী লিটন৷ চারে মুশফিকুর রহিম, পাঁচে আফিফ হোসেন, ছয়ে মাহমুদউল্লাহ রিয়াদ৷

শেষ দিকে মোসাদ্দেক হোসেন সৈকত সাতে, এবং আটে মেহেদি হাসান মিরাজ৷ শেষের তিনজন অবশ্যই পেসার অথবা এক স্পিনারের সাথে দুই পেসার৷ একাদশের পরিস্থিতি এমনিই যে বিজয়কে খেলাতে হলে জায়গা দিতে হবে তিনেই৷ বাহ্যিক আলোচনায় সুযোগ দেওয়ার জন্য দিলে ম্যানেজম্যান্ট রাখতে পারে সাত নম্বরে,তবে তা হবে বড্ড বেমানান৷ সাথে নষ্ট হবে টিম কম্বিনেশন৷

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।