ঢাকা | মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১

পারিশ্রমিক ভিন্নতা দূর, পুরুষের সমান ম্যাচ ফি পাবেন নারীরা

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৫ জুলাই ২০২২ ২১:১৩

নিউজিল্যান্ড নারী দল৷ ছবি সংগৃহীত নিউজিল্যান্ড নারী দল৷ ছবি সংগৃহীত

নট আউট ডেস্ক: বিশ্বক্রিকেটে প্রায় প্রতিটি দেশেই পুরুষ দলের পাশাপাশি রয়েছে নারী ক্রিকেট দল৷ তবে ভিন্নতা রয়েছে পারিশ্রমিক ও সুযোগ সুবিধার৷ এবার সেই ভিন্নতা দূর করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড৷ যা ক্রিকেট ইতিহাসে প্রথম৷ আগামী মাস থেকে সমান ম্যাচ ফি পাবে দেশটির ক্রিকেটাররা৷

নারী দলের অধিনায়ক শোফি ডিভাইন নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেছেন, “আন্তর্জাতিক এবং ঘরোয়া ক্রিকেট খেলা সবার জন্য এটা দারুণ এক সংবাদ। ছেলেদের সাথে একই চুক্তিতে থাকা সত্যিই দারুণ। আমাদের দেশের তরুণ নারী ক্রিকেটাররা ভীষণ অনুপ্রাণিত হবে।”

আন্তর্জাতিক অঙ্গনে ওয়ানডে দলের প্রত্যেকে ম্যাচ ফি পাবেন ৪০০০ নিউজিল্যান্ড ডলার, টি-টোয়েন্টিতে ২৫০০; টেস্টের জন্য বরাদ্দ ১০,২৫০ নিউজিল্যান্ড ডলার। ঘরোয়া লিগে ৫০ ওভারের খেলায় ম্যাচ ফি ৮০০ নিউজিল্যান্ড ডলার, সুপার স্ম্যাশে ৫৭৫ এবং শেফিল্ড শিল্ডে প্রতি ম্যাচে খেলোয়াড়রা পাবেন ১৭৫০ নিউজিল্যান্ড ডলার।

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।