ঢাকা | বৃহঃস্পতিবার, ১৬ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১

ভুল সময়ে আউট হয়েছেন সাকিব

স্পেশাল করেসপন্ডেন্ট
প্রকাশিত: ৪ জুলাই ২০২২ ০০:০৬

ডমিনিকায় প্রথম টি-টোয়েন্টিতে ২৯ রানে আউট হয়েছেন সাকিব। ফাইল ছবি ডমিনিকায় প্রথম টি-টোয়েন্টিতে ২৯ রানে আউট হয়েছেন সাকিব। ফাইল ছবি

স্পেশাল করেসপন্ডেন্টঃ দীর্ঘ ৫ বছর পর আন্তর্জাতিক ক্রিকেট ফিরছে ডমিনিকায়। দ্বীপ দেশটির মানুষের মাঝে ছিল উৎসবের আমেজ। ২০১৭ সালের হারিক্যান মারিয়া’র তান্ডবে লন্ডভন্ড হওয়া উইন্ডসর পার্ক স্টেডিয়ামও সংস্কারের পর ম্যাচ আয়োজনে প্রস্তুত।

কিন্তু গতকাল তাদেরকে দীর্ঘ সময় অপেক্ষায় রেখেছিল বৃষ্টি। গ্যালারিতে হাজির হয়েছিলেন ডমিনিকার ক্রিকেটপ্রেমীরা। বৃষ্টির ধাক্কা কাটিয়ে ম্যাচও শুরু হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত দুই দল ও দর্শকদের হারিয়ে সিরিজের প্রথম টি-২০ তে প্রকৃতির কান্নাই বিজয়ী হয়েছে।

বৃষ্টির কারণে ম্যাচ প্রথমে ১৬ ওভার, পরে ১৪ ওভারে নেমে আসে। পুনরায় বৃষ্টি নামার আগে ১৩ ওভারে ৮ উইকেটে ১০৫ রান তুলেছিল বাংলাদেশ দল। সেখানেই সফরকারীদের ইনিংসের শেষ ধরা হয়েচিল। পরে আরেক দফা বৃষ্টি হলে ম্যাচটাই পরিত্যক্ত হয়ে যায়।

টসে হেরে ব্যাট করে বাংলাদেশ। ইনিংসের তৃতীয় বলেই ওপেনার মুনিম শাহরিয়ার (২) আউট হন। এনামুল হক বিজয়ের সঙ্গে সাকিব আল হাসানের জুটিটা জমে গিয়েছিল। ৫ ওভারে ৪৬ রান এসেছিল। আক্রমণাত্মক ব্যাটিং করেছেন সাকিব।

তাদের জুটি ভাঙতেই মড়ক লাগে বাংলাদেশের ইনিংসে। চতুর্থ ওভারে বিজয়, সপ্তম ওভারে লিটন দাস, অষ্টম ওভারে সাকিবও ফেরত যান। একই ওভারে আফিফও ক্যাচ দেন। অর্থ্যাৎ সপ্তম থেকে একাদশ ওভারের মধ্যে ২১ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ দল।

তাই স্কোরটাও বড় হয়নি। উইকেটে সেট হয়ে যাওয়া সাকিব ১৫ বলে ২৯ রান করেন। পরে নুরুল হাসান সোহানের ১৬ বলে ২৫ রানের ইনিংসে বাংলাদেশের স্কোর ১০০ ছাড়িয়ে যায়।

বাংলাদেশের রানটা আরও বড় হতো যদি সাকিব ওই সময়ে আউট না হতেন। ম্যাচ শেষে বাংলাদেশের হেড কোচ রাসেল ডমিঙ্গো এমনটাই বলেছেন। তার মতে, সাকিব ভুল সময়ে আউট হয়েছেন। দলের যখন প্রয়োজন ছিল তখনই উইকেট দিয়েছেন। উইকেটে সেট হওয়ার পরও ইনিংস বড় করতে পারেননি।

ডমিঙ্গো বলেছেন, ‘ব্যাটিংটা ইতিবাচক ছিল। তবে সাকিব ভুল সময়ে আউট হয়েছে, সে নিজেও জানে এটা। কারও কাছ থেকে বড় স্কোর প্রয়োজন আমাদের। এই সংস্করণে প্রয়োজন ভালো জুটি। আজকে যখনই জুটি গড়ে উঠতে শুরু করেছে, আমরা উইকেট হারিয়েছি।’

ব্যাটিংয়ের ভুল শুধরে নেয়ার সুযোগ আজই আবার পাচ্ছেন সাকিব-মাহমুদউল্লাহরা। কারণ আজ ডমিনিকায় সিরিজের দ্বিতীয় টি-২০ তে আবারও মাঠে নামবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ সময় রাত সাড়ে ১১ টায় শুরু হবে ম্যাচটি।

 

-নট আউট/এমজেএ/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।