ঢাকা | বুধবার, ১৫ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১

চন্দরপলকে ছাড়িয়ে সবার উপরে সাকিব

নট আউট স্টাফ
প্রকাশিত: ২০ জুন ২০২২ ১৭:১৪

সাকিব আল হাসান ৷ ছবি সংগৃহীত সাকিব আল হাসান ৷ ছবি সংগৃহীত

নট আউট স্টাফ: বাংলাদেশ টেস্ট ক্রিকেটের বর্তমান কাপ্তান সাকিব আল হাসানের তৃতীয় যাত্রা পরাজয় দিয়ে শুরু হলেও ব্যাট হাতে লড়াই মুগ্ধতা ছড়িয়েছে সর্বত্র৷ প্রতিপক্ষ পেসারদের তোপের মুখে পড়ে বাকিরা যখন যাওয়া আসার মিছিলে তখনও তিনি বাইশ গজে এক সাহসী যোদ্ধা৷ শেষ পর্যন্ত সাকিবের লড়াইয়ে জয় না আসলেও প্রাপ্তির খাতায় যোগ হয়েছে অনন্য কিছু৷ দুই দলের টেস্ট ইতিহাসে বর্তমানে সর্বোচ্চ ব্যক্তিগত রান সাকিবের৷ ছাড়িয়ে গেছেন উইন্ডিজের শিবনারাইন চন্দ্রপলকে৷

বাংলাদেশ-উইন্ডিজ এর আগে মোট সিরিজ খেলেছিল নয়টি৷ সেখানে সর্বোচ্চ রান ছিল শিব নারায়ন চন্দরপল৷ দশতম টেস্ট সিরিজে এক নম্বর জায়গা নিজের করে নিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার৷ ১২ ম্যাচের ২১ ইনিংসে করেছেন ৯২৭ রান৷

রান সংগ্রাহকের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছেন উইন্ডিজ অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট৷ সাকিবের সমান সংখ্যক ইনিংসে রান করেছেন ৯১২৷

সাকিবের চেয়ে তামিম ইকবালের সুযোগ বেশি থাকলেও দ্রুত আউট হওয়ায় সেটি করতে পারেননি তিনি সবার প্রথমে৷ অবশ্য চন্দ্রপলকে টপকিয়ে জায়গা করে নিয়েছেন তিনে৷ এখন পর্যন্ত সংগ্রহ ৯০৪ রান৷ যার জন্য খেলতে হয়েছে মোটে ২৬ ইনিংস৷

প্রথম ব্যাটার হিসেবে এক হাজার রান করার সুযোগ রয়েছেন তিন জনের সামনেই৷

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।