ঢাকা | বৃহঃস্পতিবার, ১৬ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১

আমি যদি কোচিং করি, অধিনায়কত্বও করি তাহলে তো সমস্যা: সাকিব 

স্পেশাল করেসপন্ডেন্ট
প্রকাশিত: ২০ জুন ২০২২ ১০:৫৮

সাকিব আল হাসান। ফাইল ছবি সাকিব আল হাসান। ফাইল ছবি

স্পেশাল করেসপন্ডেন্ট: টেস্ট ক্রিকেটে সবচেয়ে নাজুক পারফরম্যান্সের ধারক বাংলাদেশ দল। ২২ বছরেও এই ফরম্যাটে মাথা তুলে দাঁড়াতে পারেনি টাইগাররা। আন্তর্জাতিক ক্রিকেটে সাদা পোশাকের ক্রিকেটে বাংলাদেশের নেতৃত্ব দেয়া অন্যতম কঠিন কাজ। বিষম চাপে মুমিনুল হক বিদায় নিয়েছেন। তৃতীয় দফা নেতৃত্বের ভার উঠেছে সাকিব আল হাসানের কাঁধে।

অ্যান্টিগায় দুই ইনিংসে হাফ সেঞ্চুরি করলেও সাকিবের অধিনায়কত্বের নতুন অধ্যায় হার দিয়েই শুরু হয়েছে। রোববার ম্যাচের চতুর্থ দিনের সকালেই ওয়েস্ট ইন্ডিজের কাছে ৭ উইকেটে হেরেছে বাংলাদেশ দল।

বাংলাদেশ দলের অধিনায়ক শুধু নন বর্তমানে দলের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার সাকিব। তাই শুধু নেতৃত্ব নয় ব্যাটসম্যানদের কার টেকনিকে কী সমস্যা, সেসব নিয়েও প্রশ্ন ছুঁটে যায় তার দিকে। রোববার ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সাকিব সরাসরিই বলেছেন, যদি তাকে কোচিং করাতে হয়, অধিনায়কত্বও করতে হয়, তাহলে সেটি সমস্যাই বটে। আর এত দায়িত্ব পালনের ইচ্ছে নেই তার।

বাংলাদেশের ব্যাটসম্যনাদের টেকনিক নিয়ে প্রশ্ন করলে সাকিব বলেছেন, ‘দেখেন এটা তো আসলে আমার খুব বেশি আলোচনার বিষয় না। কোচেরই আলোচনা করার বিষয়। এখন আমি যদি কোচিংও করি অধিনায়কত্বও করি তাহলে তো সমস্যা। আমার কাজ যতটুকু ততটুকুতে থাকা আমার মনে হয় ভালো। আমার দায়িত্ব যতটুকু ততটুকু পালন করার চেষ্টা করব। বাকি যার যে কাজ তা তাদের জায়গা থেকে করলে সবার জন্য কাজটা সহজ হবে।’

রান খরায় ভুগছেন মুমিনুল হক, নাজমুল হোসেন শান্তরা। ব্যক্তিগতভাবেই ব্যর্থতা কাটিয়ে উঠার, সমস্যা সমাধানের চেষ্টা করতে হবে তাদেরকে। এমনটাই মনে করেন সাকিব। তিনি বলেন, ‘এটা যার যার ব্যক্তিগতভাবে আনা সম্ভব। এটা কাউকে বলে দিয়ে কাজ হবে বলে আমার মনে হয় না। সুতরাং এটা ব্যক্তিগতভাবে সবাইকে দায়িত্ব নিতে হবে কীভাবে সে রানে ফিরতে পারে বা ক্রিজে বেশিক্ষণ সময় কাটাতে পারবে।’

টেকনিক্যাল সমস্যা থাকলেও রান করার, উইকেটে থাকার উপায় বের করতে হবে ব্যাটসম্যানদের। টেস্ট অধিনায়ক বলেছেন, ‘টেকনিক্যালি অনেক সমস্যা আছে। টেকনিক্যালি সাউন্ড এমন খেলোয়াড় খুব বেশি আছে আমাদের, তা মনে হয় না। আমাদের দলের যারা আছে সবারই টেকনিক্যাল সমস্যা আছে। তাদের উপায় খুঁজে বের করতে হবে কীভাবে রান করতে হবে, ক্রিজে থাকতে হবে। এটা খুব গুরুত্বপূর্ণ।’

 

-নট আউট/এমজেএ/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।