ঢাকা | বৃহঃস্পতিবার, ১৬ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১

ক্যাচ মিসের মহা উৎসবে, অ্যান্টিগায় ক্যারিবীয়দের লিড

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১৮ জুন ২০২২ ০৯:০৮

সাকিবের হাত ধরে এসেছে দিনের প্রথম সাফল্য। ছবি: গেটি ইমেজ সাকিবের হাত ধরে এসেছে দিনের প্রথম সাফল্য। ছবি: গেটি ইমেজ

নট আউট ডেস্কঃ অ্যান্টিগা টেস্টে ব্যাটিংয়ে পর, বোলিংয়েও খুব একটা স্বস্তিতে নেই বাংলাদেশ। টাইগার ফিল্ডারদের একাধিক ক্যাচের মিসের মাশুলে, লিড নিয়েছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। অ্যান্টিগায় দিনের দিনের প্রথম সেশনে ক্যারিবীয়রা হারিয়েছে কেবল একটি উইকেট। ৮ রানে পিছিয়ে দিন শুরু করে অধিনায়ক ক্রেইগ ব্রাথওয়েটের হাফ সেঞ্চুরিতে ৫৬ রানের লিড নিয়ে মধ্যাহ্ন বিরতিতে যায় স্বাগতিকরা।

এদিন ৯৫ রানে ২ উইকেট হারিয়ে দিন শুরু করে ক্যারিবীয়রা। প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও শুরু থেকেই টাইগার বোলাররা সৃষ্টি করেছে চাপ। তবে সাফল্য আসেনি খুব একটা। এর মাঝে বোলাররা একাধিক সুযোগ তৈরি করলেও, শান্ত-জয়দের ব্যর্থতায় তা রুপ নিয়েছে হতাশায়। আগের দিনের মতো এদিনও অন্তত তিনটি সহজ সুযোগ হাতছাড়া করেছে বাংলাদেশ। 

যেখানে দুটি ক্যাচেই টাইগার ফিল্ডারদের ফসকে যায় হাত। এছাড়া একটি ক্যাচের আবেদনই করেননি উইকেটের পেছনে দাঁড়ানো নুরুল হাসান সোহান। দ্বিতীয় দিনের প্রথম সেশনে একমাত্র সাফল্যটা এসেছে অধিনায়ক সাকিবের হাত ধরে। ইনিংসের ৬৩তম ওভারের এসে বোনারকে বোল্ড করে সাজঘরে ফেরান বিশ্বসেরা অলরাউন্ডার। আর তাতেই ভাঙে ব্রাথওয়েটের সঙ্গে বোনারের ৬২ রানের জুটি।

এদিকে একাধিক জীবন পাওয়া ক্যারিবীয় অধিনায়ক ক্রেইগ ব্রাথওয়েট তুলে নিয়েছেন হাফ সেঞ্চুরি। এরপর ব্ল্যাকউডকে নিয়ে অবিচ্ছিন্ন জুটি গড়ে লাঞ্চে যান তিনি।

মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার আগে ক্যারিবীয়দের সংগ্রহ ৩ উইকেটে ১৫৯ রান। লিড নিয়েছে ৫৬ রান। কচ্ছপ গতির ইনিংসে ২৩৯ বলে ৭৫ রানে অপরাজিত আছেন ব্রাথওয়েট। ৯ রান এসেছে ব্ল্যাকউডের ব্যাট থেকে।

 

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।