ঢাকা | বুধবার, ১৫ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১

ভালো না করলে জায়গা ছাড়তে হবে, সাকিবের কঠিন হুশিয়ারি

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১৭ জুন ২০২২ ২০:১৬

সাকিব আল হাসান ৷ ছবি সংগৃহীত সাকিব আল হাসান ৷ ছবি সংগৃহীত

নট আউট ডেস্ক: টানা ব্যর্থতা টাইগার ব্যাটারদের জন্য হয়ে উঠেছে পরম বন্ধু৷ বারবার একই ভুলে নিজের উইকেট প্রতিপক্ষকে উপহার দেওয়ার পরেও ভুল ধরতে না পারা নিশ্চই অপরাধের পর্যায়ে পড়ে৷ অ্যান্টিগায় আরেকবার অসহায় আত্মসমর্পণ টাইগার ব্যাটারদের৷ এমন পারফরম্যান্সের ব্যাখ্যা নেই বলে জানিয়েছেন অধিনায়ক সাকিব আল হাসান৷ প্রথম দিন শেষে সংবাদ সম্মেলনে বলেন, নিজের সমস্যা নিজেকে দূর করতে হবে অন্যথায় জায়গা ছাড়তে হবে৷

সাকিব বলেন, ‘এই পারফরম্যান্সের কোনোভাবে ব্যাখ্যা করার কোনো সুযোগ দেখি না। আমার কাছে কোনো ব্যাখ্যা নেই। আমি জানি না অন্য কারো কাছে আছে কি না।’

তিনি আরও যোগ করেন, ‘সাধারণত যেটা হয়, কোচ-অধিনায়কের কাজটা সহজ। ধরুন কেউ পারফর্ম করলো না, তাকে বাদ দিয়ে দেই। সবচেয়ে সহজ কাজ কোচ, অধিনায়ক ও নির্বাচকদের। তুমি পারফর্ম করছো না, বাদ দিয়ে দিলাম।’ আসলে ব্যাটারদেরই দায়িত্ব নিতে হবে। তাদের কাজটা তাদেরই করতে হবে। কেউ এসে তাদের মুখে তুলে খাইয়ে দেবে না।

সাকিব আল হাসান ছাড়া রানের দেখা পেয়েছেন কেবল তামিম ইকবাল, লিটন দাস, মেহেদি হাসান মিরাজ ও এবাদত হোসেন। এর মধ্যে আবার তামিম ও লিটন ছাড়া বাকি দুজন আবার আউট হয়েছেন দশেরও আগে। টাইগার অধিনায়ক মনে করেন, দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জতা ব্যাটারদেরই নিতে হবে।

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।