ঢাকা | বুধবার, ১৫ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১

তামিম-মুশফিক নয় বিকল্প প্রয়োজন মুমিনুল-শান্তদের

নট আউট স্টাফ
প্রকাশিত: ১৭ জুন ২০২২ ১৭:৩৭

মুমিনুল হক ও নাজমুল শান্ত৷ ছবি সংগৃহীত মুমিনুল হক ও নাজমুল শান্ত৷ ছবি সংগৃহীত

নট আউট স্টাফ: আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ দলের পদচলা দীর্ঘ সময়ের৷ এই সময়ে যতটুকু কঠিন প্রতিপক্ষ হতে পেরেছে তা কেবল ওয়ানডে সংস্করণেই৷ এই সফলতার নেপথ্যে বড় অবদান তাদের, যাদের এক সুতোয় বেঁধে নাম দেওয়া হয়েছে পঞ্চপান্ডব৷ পাঁচজনের এক জন নেই কোন ফরম্যাটে৷ বাকি চারজনের বিকল্প খুঁজতে ব্যস্ত সকলেই৷ কিন্তু তাদের থেকেও বর্তমানে বিকল্প প্রয়োজন শান্ত-মুমিনুলদের৷

বাংলাদেশে অসংখ্য খেলার প্রচলন থাকলেও সর্বাগ্রে ক্রিকেট জনপ্রিয়৷ এই খেলার প্রতি আলাদা মহব্বত খুঁজে পাওয়া যায় প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকে শুরু করে শহুরে জীবনে বসবাস করা মানুষদের মাঝে৷ দলে খেলা প্রতিটি খেলোয়াড়ের প্রতি একারনেই সকলের প্রত্যাশার চাপ অনেক বেশি৷ সেই প্রত্যাশার চাপ সাকিব-মুশফিকরা সামাল দিতে পারলেও পারে না শান্ত-মুমিনুলরা৷ তাই সামর্থ্য থাকার পরেও নিজের কাজ করতে পারেনা নিয়মিত৷ ফলে তাদেরকে মাঝে মধ্যে বিশ্রাম দিয়ে এমন চাপ সামলানোর জন্য পরিপক্ক করাই শ্রেয়৷ এজন্য প্রয়োজন তাদের বিকল্প৷

ধারাবাহিকভাবে ব্যর্থ হলেও তাদের সামর্থ্য নিয়ে সংশয় না থাকার কথা আপনার, যদি আপনি ক্রিকেটের ব্যাকরণ বুঝে থাকেন৷ জাতীয় পর্যায়ে খেলার যোগ্যতা রয়েছে বলে তারা আজ সে জায়গায়৷ তবে সকলের চাপ সামলানোর ক্ষমতা এক নয়৷ ফলে তাদের চাপ কমানোর দায়িত্ব কর্তাদের নিতে হবে৷

তরুণ জয়কে নিয়ে কথা বলার সময় এখনো হয়নি৷ তাকে সময় দিতে হবে আরও অনেকটা৷ শান্ত-মুমিনুলের ধারাবাহিক ব্যর্থতার পরেও তাদের ছাড়া ম্যাচ খেলার বিকল্প এখন যে হাতে নেই সেটিও স্পষ্ট৷ ফলে তাদের প্রতি চাপ আকাশচুম্বী হলেও বিশ্রামে পাঠানোর সুযোগ নেই৷ যা তাদের প্রতি এক ধরনের জবরদস্তি৷

পাইপলাইন সমৃদ্ধ করার সর্বোচ্চ চেষ্ঠা চালাচ্ছেন দায়িত্ব থাকা বোর্ড কর্তারা৷ এটি নিয়ে খুব একটা সন্দেহ থাকার কথা নয় কারও৷ তবে কাদের বিকল্প তৈরী করা হচ্ছে এটি মূল বিষয়৷ তামিম-সাকিবরা আজকে যে পর্যায়ে সে পর্যায়ে একদিনে আসেনি৷ হেরছে, দাঁত দিয়ে জার্সি চেপে ধরে চোখের পানি ফেলেছে, মাটিতে বসে রুমাল মুখে কষ্টের ছাপ মৃদূর করেছে৷ তাদের বিকল্প এক দুই বছরের বের করার খুব একটা সহজ কাজ নয়৷

প্রত্যাশার চাপ সামলাতে না পেরে অনেকে হারিয়ে গেছে জাতীয় দল থেকে৷ তারা যে সময় বাদ পড়েছে নতুন কাউকে সুযোগ দেওয়া হয়েছে৷ শুরটা চমকপ্রৎ হলেও শেষ অবধি হয়নি থিতু৷ ফলে বেড়েছে অপ্রাপ্তি৷ ম্যাচে রেকর্ড গড়ার রেকর্ডও কম নয়৷

আন্তর্জাতিক পর্যায়ে ভালো খেলার উত্তম উপায় বিশ্রাম৷ দুই কিংবদন্তির কথা বলা যাক৷ কোহলির অফ ফর্ম প্রসঙ্গে রিকি পন্টিং বলেছেন, যখন আপনি বিশ্রামে থাকবেন শুধু তখই বুঝবেন কতটা ক্লান্ত ছিলেন আপনি৷ অপরদিকে রুট প্রসঙ্গ সুনীল গাভাস্কার বলেছেন, আপনি যখন টানা ম্যাচ খেলবেন তখন ছন্দ হারানোর সম্ভাবনা বেশি৷ আপনাকে গ্রাস করবে মানসিি অবসাদ৷ 

 

-নট আউট/এমআরএস

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।